District News: গলসিতে তৃণমূলের রোড শো-তে শতাব্দী, আজ মালদায় যোগীর সভা
মঙ্গলবার মালদায় (Malda) পরিবর্তন যাত্রার সমাপ্তি সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তার আগে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার বিজেপির(BJP)। বারাসাত সদর হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়ে হেনস্থার অভিযোগ ভোটকর্মীদের। উত্তর ২৪ পরগনার নিমতায় (Nimta) বিজেপি কর্মী ও তার মাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ (Road Blocked), থানা ঘেরাও। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসিতে (Galsi) তৃণমূল কংগ্রেসের রোড শো, উপস্থিত সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। মুর্শিদাবাদে (Murshidabad) টিএমসি বিধায়কের বিরুদ্ধে দলের একাংশ। দ্রুত সমস্যার সমাধানের জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের ৩০টি গাড়ির ফ্লাইং স্কোয়াড । পশ্চিম বর্ধমানে শ্রমমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির। পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত প্রধানের অশালীন নাচ ঘিরে বিতর্ক।