District News: কৃষকবন্ধু প্রকল্পের নামে প্রতারণা, পূর্ব বর্ধমানের ৫ সমবায় সমিতির নামে লাখ লাখ টাকা নয়-ছয় করার অভিযোগ
তৃণমূল কংগ্রেসের ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই কর্মতৎপরতার মধ্যেই ‘শস্যগোলা’ হিসাবে পরিচিত পূর্ব বর্ধমানে অভাবী ধানবিক্রির সুযোগ নিয়ে লাখ লাখ টাকা নয়-ছয় করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে কাটোয়া ও পূর্বস্থলীর ৫টি কৃষি সমবায় সমিতির নাম। সুদপুর, শ্রীখণ্ড, ননগর, জামটপুর পূর্বস্থলী ব্লক-২ ও ইসবপুর কৃষি সমবায় সমিতির নামে অভিযোগ উঠেছে। ধান কেনার ন্যূনতম সহায়ক মূল্য ক্যুইন্টাল প্রতি ১৮৬৮ টাকা। তা কেনার জন্য সমবায় সমিতিকে ক্যুইন্টাল প্রতি ৩১ টাকা ২৫ পয়সা সরকারি কমিশন পায়। অভিযোগ, ওই ৫টি কৃষি সমবায় সমিতি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান না কিনে তাঁদের রাইসমিল মালিকদের কাছে পাঠিয়ে দিচ্ছে। রাইসমিল সরকারি দামের থেকে কম দামে ঘান কিনছে। কিন্তু সরকারি দামে ধান কেনার ভুয়ো চালান তৈরি করেছে সমবায় সমিতি। ফলে সরকারি কমিশনের পাশাপাশি বাড়তি টাকা আত্মসাৎ করছে সমবায় ও চালকলগুলি।