Corona Update: সাগর দত্ত মেডিক্যাল কলেজে হচ্ছে ৫০০ বেডের কোভিড হাসপাতাল
ভোটের আগে বীরভূমের পুলিশ সুপারকে সরাল কমিশন। আনা হল নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে। ভোটের আগে অপসারিত বোলপুরের এসডিপিও। করোনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থীর, এর জেরে ২৬ এপ্রিলের পরিবর্তে এই দুই কেন্দ্রে ভোট হবে ১৩ মে। ইদের সময় ভোট কেন? এই প্রশ্ন তুলে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে কংগ্রেস ও তৃণমূল। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজকে ৫০০ বেডের কোভিড হাসপাতাল (COVID Hospital) করার সিদ্ধান্ত। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতালে থাকা অন্য রোগীদের অন্যত্র সরানো হবে। ভ্যাকসিনে বাড়ছে সঙ্কট। কোথাও কোথাও বন্ধ টিকাকরণ। একদিনে অনেকে চলে আসায় বিপত্তি, দাবি হাসপাতালের। পাহাড়ে হোটেল, রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েও পিছু হটল জিটিএ (GTA)। বিজ্ঞপ্তি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার। নরেন্দ্রপুরে দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে অসুস্থ বৃদ্ধা। করোনা আতঙ্কে ফিরেও দেখল না কেউ। প্রায় ৩ ঘণ্টা পর পুলিশে খবর স্থানীয়দের। বারুইপুর হাসপাতালে ভর্তি।