Fuel Price Protest: কোথাও ভ্যানে বাইক, কোথাও রাস্তায় বসে রান্না, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জেলায় জেলায়
পূর্ব বর্ধমানের মেমারিতেও পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের। বাইক হাঁটিয়ে, আগুন জ্বালিয়ে, রাস্তায় বসে রান্না করে তৃণমূলের অভিনব প্রতিবাদ কুলটিতে (Kulti)। পেট্রোল, ডিজেলের দামের সঙ্গে রান্নার গ্যাসের দামও যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে, তার প্রতিবাদেই তৃণমূলের এই বিক্ষোভ। পাশাপাশি বাঁকুড়ার (Bankura) বড়জোড়ায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ। সাইকেল ভ্যানে বাইক চাপিয়ে অভিনব প্রতিবাদ। এদিকে বীরভূমের (Birbhum) রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যানিংয়ে (Canning) তৃণমূলের মিছিল। নেতৃত্বে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) শওকত মোল্লা। এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার ঘাড়ে নিয়ে জীবনতলার সদানন্দ মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি চুঁচুড়ার (Chunchura) ঘড়ির মোড়ে তৃণমূলের প্রতিবাদ। বিকেল ৪টে পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ।