Mamata Banerjee vs Jagdeep Dhankhar: জিটিএর দুর্নীতির আখড়া ভাঙতে অডিট করতেই হবে, মন্তব্য রাজ্যপালের
জিটিএ (GTA) এবং জৈন হাওয়ালা (Jain Hawala) মামলা প্রসঙ্গ তুলে দুর্নীতি নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। জৈন হাওয়ালার পাশাপাশি রাজ্যপালের উত্তরবঙ্গ সফর এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে কটাক্ষ করেছেন তিনি। সেই প্রসঙ্গে পাল্টা সাংবাদিক বৈঠক করলেন রাজ্যপাল। তিনি বলেন, ‘আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম। সেখানে জনপ্রতিনিধি, এনজিও এবং বিভিন্ন সংস্থা আমাকে জানিয়েছেন যে, ২০১৭-র পর আর কোনও নির্বাচন হয়নি। এটা বিস্ময়কর। গোটা জিটিএ-তে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। স্থানীয় কোনও নির্বাচনই দীর্ঘদিন ধরে হয়নি। জিটিএ-কে একটি সরকারি দফতরে পরিণত করা হয়েছে। অডিট নিয়ে আমার কাছে প্রশ্ন রেখেছেন উত্তরবঙ্গের মানুষ। কোটি কোটি টাকার কোনও হিসেব নেই। পুরোটাই দুর্নীতিপূর্ণ। জিটিএ-র কাছে আমি জবাব চেয়েছিলাম। তাদের কাছে কোনও জবাব নেই। জিটিএ আইন অনুযায়ী রাজ্যপাল জিটিএ-র কাছে রিপোর্ট তলব করতে পারেন। আমি তাই করেছি।’