GST Council: 'শোনা হচ্ছে না বিরোধীদের কথা' জিএসটি কাউন্সিল নিয়ে নির্মলা সীতরমণকে চিঠি রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের
জিএসটি (GST) কাউন্সিল নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী। জিএসটি কাউন্সিলে শোনা হচ্ছে না বিরোধীদের কথা। মানা হচ্ছে না রাজ্যগুলির দাবি-দাওয়া। রাজ্য জিএসটি কথা বলতে চাইলে শোনা হচ্ছে না। গণতান্ত্রিক দেশে এরকম হওয়া ঠিক নয়। নির্মলা সীতারমণকে জিএসটি কাউন্সিল নিয়ে চিঠি অমিত মিত্রের (Amit Mitra)।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের প্রয়াণ দিবসকে বলিদান হিসেবে পালন বিজেপির (BJP)। মৃত্যুবার্ষিকী পালন রাজ্য় সরকারের তরফেও। বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এখনও ঢুকছে। দেশের অখণ্ডতা চ্যালেঞ্জের মুখে বলে দাবি বিজেপির। মতাদর্শ না মিললেও উনি বাংলার কৃতি সন্তান। প্রতিক্রিয়ায় বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
অন্যদিকে, রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকে আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
জামুরিয়ায় বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নামে পড়ল নিখোঁজ পোস্টার। আসানসোলের বিজেপি সাংসদের নামে নিখোঁজ পোস্টার পড়েছে। জামুরিয়ার নাগরিক বৃন্দের নামে পড়ল এই পোস্টার। তৃণমূলের এক নেতা বলেন, "এই ধরনের কোনও কাজ আমাদের দলের কর্মীরা করেননি। এত নোংরা কাজ আমরা করি না। তবে একথা সত্যি যদি কেউ লিখে থাকেন তবে বলব, উনি বিগত ৭ বছর ধরে আসানসোলের সাংসদ। আমরা তো দেখিইনি। মানুষও দেখেনি। তাঁদের কাজকর্ম হচ্ছে না। জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে জনগণের সেবা করা।"