TMC News : তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল OBC সার্টিফিকেট ! মালদার হরিশ্চন্দ্রপুরে চাঞ্চল্য
ABP Ananda LIVE : তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল OBC সার্টিফিকেট। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের জাল সার্টিফিকেট। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগ। OBC-র জন্য সংরক্ষিত আসনে গ্রাম পঞ্চায়েত প্রধান। এর পরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পরাজিত তৃণমূল প্রার্থীর মামলা। হাইকোর্টে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে মামলা। অন্যকে নিজের বাবা সাজিয়ে জাল সার্টিফিকেট বের করার অভিযোগ। ভারতীয় নাগরিক নন বলেও প্রধানের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর মামলা। হাইকোর্টের নির্দেশে তদন্তে চাঁচলের SDO, তদন্তে জালিয়াতি প্রমাণ। তদন্তে জালিয়াতি প্রমাণের পরেই পঞ্চায়েত প্রধানের OBC সার্টিফিকেট বাতিল।
West Bengal News Live: নোংরা জলকে শোধন করে পরিশ্রুত জল, আর সেই জলকে দৈনন্দিন কাজে ব্যবহার, আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পাইলট প্রজেক্ট আনতে চলেছে কলকাতা পুরসভা
নোংরা জলকে শোধন করে পরিশ্রুত জল, আর সেই জলকে দৈনন্দিন কাজে ব্যবহার। আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পাইলট প্রজেক্ট আনতে চলেছে কলকাতা পুরসভা। পুরসভার দাবি এর ফলে তাদের দৈনন্দিন কাজে পানীয় জলের ব্যবহার যেমন কমবে তেমনই কমবে জল দূষণ। পাশাপাশি এই প্রজেক্টকে পেটেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, ফলে দেশের কোথাও এই প্রজেক্ট ব্যবহৃত হলে তার থেকে আর্থিকভাবে লাভবান হবে কলকাতা পুরসভা।


















