Calcutta HC on TET: ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের
প্রাথমিকে শিক্ষক (Primary Teacher) নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। প্রাথমিক টেটের (primary TET) মাধ্যমে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিল চাকরি প্রার্থীদের একাংশ। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ (the Board of Primary Education) একটি নির্দেশিকা জারি করে প্রায় সাড়ে ১৬ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেন। কোন সঠিক মেরিট লিস্ট না থাকার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় গড়মিল থাকার অভিযোগ করেন তাঁরা। রাতারাতি ফোনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলেও অভিযোগ। রবিবার কলকাতা হাইকোর্ট এই মামলায় নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে।