Governor Jagdeep Dhankhar: একাধিক ঘটনায় আপনার পদক্ষেপ রাজভবনের মর্যাদার পরিপন্থী, বিধানসভার অধ্যক্ষকে কড়া চিঠি রাজ্যপালের
বিধানসভার অধ্যক্ষকে কড়া চিঠি রাজ্যপালের। তাঁর বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে বিধানসভার অধ্যক্ষের নালিশের প্রতিবাদে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সত্য থেকে বহু দূর, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। একাধিক ঘটনায় আপনার পদক্ষেপ রাজভবনের মর্যাদার পরিপন্থী। একবার দেখেছি, বিধানসভার গেট বন্ধ। আপনার অনুপস্থিতি অনুভব করেছি। রাজ্যপালের ভাষণের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ভাষণের সম্প্রচার ব্ল্যাক আউট করা জরুরি অবস্থার সামিল,’ চিঠিতে লিখেছেন রাজ্যপাল।
বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। এর জবাবে রাজ্যপাল লিখেছেন, ‘আপনি অভিযোগ করেছেন, অনেক বিল আটকে রাখা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের অভিযোগের কোনও বাস্তবতা নেই। কোনও বিল রাজভবন থেকে আটকে রাখা হয়নি। আমি মনে করি, আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। সংবিধানের মূল সুর অক্ষুণ্ণ রেখে আমাদের কাজ করতে হবে।’