Jagdeep Dhankhar vs Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কী নিয়ে সমস্যা, তা আমি জানি, কটাক্ষ রাজ্যপালের
জিটিএ (GTA) এবং জৈন হাওয়ালা (Jain Hawala) মামলা প্রসঙ্গ তুলে দুর্নীতি নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। জৈন হাওয়ালার পাশাপাশি রাজ্যপালের উত্তরবঙ্গ সফর এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে কটাক্ষ করেছেন তিনি। সেই প্রসঙ্গে পাল্টা সাংবাদিক বৈঠক করলেন রাজ্যপাল। তিনি বলেন, ‘আমি আগে যখন বিধানসভায় গিয়েছিলাম, আমার বক্তব্যকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। জনগণের প্রথম সেবক হিসেবে আমি জনগণের হয়েই কথা বলব। সংবাদমাধ্যম হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবিধানের সম্মান রক্ষার দায়িত্ব তাঁদের পালন করা উচিত। যখন মুখ্যমন্ত্রীর মতো উচ্চস্তরের কোনও রাজনীতিবিদ ভুল তথ্য দিয়ে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেন, তখন সবার উচিত তাঁকে প্রশ্ন করা। মুখ্যমন্ত্রীর সমস্যা কোথায়, তা আমি জানি। আমি কোনও প্রশ্ন করলে সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সেই প্রশ্নের উত্তর দেওয়া।’