(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines: করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের পথে রাজ্য
করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের পথে রাজ্য। বন্ধ শপিং মল, সিনেমা, রেস্তোরাঁ, পার্লার, জিম। সকাল-বিকেলে মাত্র ৫ ঘণ্টা খোলা সমস্ত বাজার। ওষুধ-মুদিখানাকে ছাড়। জমায়েতেও নিষেধাজ্ঞা।
রাজ্যে একদিনে করোনায় মৃত্যু একশো ছুঁইছুঁই! সংক্রমিত সাড়ে ১৭ হাজার। কলকাতাতেই একদিনে ২৮, উঃ ২৪ পরগনায় ২০জনের মৃত্যু। পাহাড়েও বাড়ছে সংক্রমণ। বাঁকুড়া মেডিক্যাল কলেজের চিকিৎসকের মৃত্যু।
আজ থেকে দেশজুড়ে ১৮-ঊর্ধ্বদের ভ্যাকসিন। কিন্তু মিলবে কোথায়? ভ্যাকসিন আসার পরেই বিজ্ঞপ্তি দিয়ে টিকাকরণ, জানিয়ে দিল রাজ্য। ভ্যাকসিন আসার পরেই বেসরকারি হাসপাতালে টিকাকরণের নির্দেশ।
কেন্দ্র এপ্রিলে হঠাৎ জেগে উঠল কেন? ১০-১৫ মাস ধরে কী করছিল তারা? নির্বাচন কমিশনের পর এবার কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মাদ্রাজ হাইকোর্টের। দ্বিতীয় ঢেউ আসবে ভাবাই যায়নি, আদালতে জানাল কেন্দ্র।
কোন রাজ্য কত ভ্যাকসিন পাবে, তা নির্মাতা সংস্থা ঠিক করতে পারে না। কেন্দ্র কেন ১০০% টিকা কিনে নিচ্ছে না? কেন একাংশ কিনে বাকিটা ভ্যাকসিন নির্মাতাদের ওপর ছেড়ে দেওয়া হল? প্রশ্ন সুপ্রিম কোর্টের।
উপসর্গহীন করোনা রোগীদের ১০ দিনের হোম আইসোলেশনই যথেষ্ট। ১০ দিনের শেষ ৩দিনে উপসর্গ না থাকলে প্রয়োজন নেই আইসোলেশনের। প্রয়োজনও নেই আর পরীক্ষার, জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক।