Narada Scam Probe : নারদ-কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোড়া শুনানি, শুরু দুপুর ২টোয়
আজ দুপুর দুটোয় হাইকোর্টে নারদকাণ্ডের শুনানি । নারদ-মামলা ভিন রাজ্যে সরানোর জন্য সিবিআইয়ের আবেদনের শুনানি। মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করল সিবিআই।
যুক্ত করা হল আইনমন্ত্রী মলয় ঘটককেও।
একদিকে নারদ-মামলা ভিন্ রাজ্যে সরানোর জন্য সিবিআইয়ের আবেদনের শুনানি হবে। অন্যদিকে, হাইকোর্টের জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার আর্জি চার নেতা-মন্ত্রীর। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীর হয়ে হাইকোর্টে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আইনজীবীরা। নারদকাণ্ডে সোমবার গ্রেফতার হন চার হেভিওয়েট নেতা-মন্ত্রী। এদের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় এসএসকেএমে ভর্তি। প্রেসিডেন্সি জেলে রয়েছেন ফিরহাদ হাকিম। আজই শেষ হচ্ছে এই চার হেভিওয়েটের জেল হেফাজতের মেয়াদ।