(Source: ECI/ABP News/ABP Majha)
Narada Sting Prob: ৪ নেতা-মন্ত্রীর জামিন নিয়ে হাইকোর্টে আজ দুপুরে ফের শুনানি, রাজ্যকে পার্টি করার অনুমতি দিল বৃহত্তর বেঞ্চ
জামিন নিয়ে শুনানি শেষ হল না কলকাতা হাইকোর্টে। নারদ মামলায় আপাতত গৃহবন্দিই থাকতে হবে ৪ হেভিওয়েটকে। বেলা ১২টায় ফের মামলার শুনানি । বৃহস্পতিবার নারদ-শুনানিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, এটা শুধু জামিনের মামলা নয়। যদি জামিন মঞ্জুর করি, তাহলে গোটা মামলারই কার্যত নিষ্পত্তি হয়ে যাবে। এটা খুব সাধারণ মামলা নয়।
গত সোমবার নারদ মামলায় রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দি রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। তারই বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও, মঙ্গলবার তা প্রত্যাহার করে সিবিআই।
এদিন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে সওয়াল-জবাবের শুরুতেই, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ব্যাখ্যা করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হাইকোর্টে নারদ মামলায় রাজ্য সরকারকে পক্ষ করা হয়নি। তখন সিবিআই এর তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, রাজ্য সরকারকে পার্টি করতে কোনও অসুবিধা নেই।
এরপর কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ নির্দেশ দেয়, নারদ মামলায় রাজ্যকেও পার্টি করতে হবে।