TMC vs BJP in West Bengal: দিনে প্রায় আড়াই লক্ষ টাকার খাবার খান মোদি, আর্থিক অপচয় নিয়ে শুভেন্দুকে কটাক্ষ তাপস রায়ের
বিধান পরিষদ (Legislative Assembly) নিয়ে বিধানসভায় ভোটাভুটি। দুই-তৃতীয়াংশ ভোটে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ। ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক। সরকারপক্ষে ভোট দিয়েছেন ১৯৬ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ৬৯ জন বিধায়ক। এই প্রসঙ্গে আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘বিধান পরিষদের কোনও প্রয়োজনীয়তা নেই। বিল অনুমোদনের ক্ষেত্রে বিধান পরিষদে সময়ের অপচয় হয়। ৫ বছরে ৬০০ থেকে ৮০০ কোটি টাকা এর জন্য খরচ হবে। এটা অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। তাই আমরা বিরোধিতা করেছি।’ পাল্টা বিধানসভায় তৃণমূলের উপ মুখ্যসচেতক তাপস রায় (Tapas Roy) বলেন, ‘মোদিজির জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে স্পেশাল ফ্ল্যাইট কেনা হয়। সেটা কি অর্থের অপচয় নয়? যেখানে দেশের মানুষ ঠিক মতো খেতে পায় না, ভ্যাকসিন পায় না সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিলাসিতা করে বিজেপি সরকার। দিনে ২ লক্ষ ৪০ হাজার টাকা দামের খাবার খান নরেন্দ্র মোদি (Narendra Modi)।’