(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা, উত্তরবঙ্গে কাল থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের উপর থেকে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। তার জেরেই উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আগামিকাল থেকেই শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও অতিরিক্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় নিচু এলাকা প্লাবিত ও পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। বাড়বে নদীর জলস্তর। দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।
ভোটপরবর্তী হিংসার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে কটাক্ষ করেন তিনি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "সারদা কেলেঙ্কারির সময়ও সিট তৈরি হয়েছিল। আর তার উদ্দেশ্য ছিল নেতাদেরকে বাঁচানো, ঘটনাকে চাপা দেওয়া। প্রত্যেকবার তাই হয়। ঘটনা হাতের বাইরে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে নেমে পড়েন। সবে কাল থেকে ব্যাটিং শুরু করেছেন উনি। উনি চাইছেন ভুয়ো ভ্যাকসিনকাণ্ডটিকে ডায়লিউট করিয়ে দিতে। গুরুত্ব সরিয়ে দিতে। মানুষের দৃষ্টিকে সরিয়ে দিতে। এখন রাজ্যপালকে নিশানা করছেন। তাঁর কোথায় দুর্নীতি খুঁজে পেয়েছেন। আর পুরো তৃণমূল দলটা পাঁকের মধ্যে ডুবে যাচ্ছে, পুরো পশ্চিমবাংলা ডুবে যাচ্ছে, তা নিয়ে কোনও চিন্তা নেই ওঁনার।"