West Bengal Election 2021: নন্দীগ্রামের মন জিততে মন্দির-মাজারে মমতা, বানালেন চা-ও
প্রার্থী ঘোষণার পর প্রথমবার নন্দীগ্রামের (Nandigram) মাটিতে পা রেখে একাধিক মন্দির ও মাজারে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড লাগোয়া মাঠে কর্মিসভা করেন তৃণমূল নেত্রী। তারপর জনসংযোগ সারেন। প্রথমে যান সোনাচূড়ার বাসুলী মায়ের মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। এরপর যান, নন্দীগ্রামের গোকুলনগরের অধিকারী পাড়ার শহিদবেদীতে। সেখানে শ্রদ্ধা জানান তিনি। সেখান থেকে নন্দীগ্রামের চণ্ডী মা-র মন্দিরে যান তৃণমূলনেত্রী। সেখানেও পুজো দেন। যান পাশের কালীমন্দিরেও। এরপর পাড়ুলবাড়ির শহিদ বেদীতে মাল্যদান করেন। সেখান থেকে যান স্থানীয় মনসা মন্দির ও দুর্গামন্দিরে। পরে গৌড়মাতার মন্দিরে যান। সেখান থেকে নন্দীগ্রামের সামশেরাবাদে একটি মাজারে যান। সেখানে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে হঠৎই একটি চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি। নিজের হাতে চা বানান।