Zika Virus: জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি রাজ্যে, গঠন বিশেষজ্ঞ কমিটিও
কেরলে জিকা ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই সতর্ক পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিল স্বাস্থ্য দফতরে। সতর্কতা জারি করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি নির্দেশ দিয়েছেন, জেলায়-জেলায় যে নজরদারির কাজ চলছে তা আরও কড়াভাবে করতে হবে। সদ্যজাতদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। জিকা ভাইরাস সংক্রমণের ইঙ্গিত পাওয়ার যে ডায়ামিটার আছে সেটাও ভালভাবে করার নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে তাঁদের পরামর্শ নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশে করোনায় (Corona) দৈনিক সংক্রমণ কমলেও, ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) শুক্রবারের পরিসংখ্যান (Health Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৩৯৩।