Suvendu Adhikari's Ex Bodyguard's Death: প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর তদন্তে শুভেন্দু অধিকারীর বাড়িতে CID
বিরোধী দলনেতার (Suvendu Adhikari) প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায়, বুধবার কাঁথির করকুলি পাড়ায় পৌঁছন CID-র অফিসাররা।শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে মাত্র ১৫ ফুট দূরে তাঁর নিরাপত্তারক্ষীদের থাকার জায়গা। এটাও তাঁদেরই বাড়ি। বছর তিনেক আগে এই জায়গাতেই গুলিবিদ্ধ হন শুভেন্দু অধিকারীর তৎকালীন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। বুধবার সেখানেই যান CID-র ৩ গোয়েন্দা।কথা বলেন ঘটনার দিন উপস্থিত নিরাপত্তারক্ষী ও কর্মীদের সঙ্গে। তিন জনের বয়ান রেকর্ড করেন CID-র তদন্তকারীরা। যে ঘরে শুভব্রত গুলিবিদ্ধ হন, সেই ঘরের ভিডিওগ্রাফি করা হয়। শুভব্রত যেখানে থাকতেন, সেখানেই থাকতেন অন্য নিরাপত্তারক্ষীরাও। তাহলে, কী করে শুভব্রত গুলিবিদ্ধ হলেন? তিনি গুলিবিদ্ধ হওয়ার পর কাদের খবর দেওয়া হয়েছিল এবং কে কে এসেছিলেন? মৃতের স্ত্রীর অভিযোগ, অ্যাম্বুল্যান্স আসতে দেরি হয়েছিল। কী ঘটেছিল? যদি দেরি হয়ে থাকে, তাহলে কেন?গুলিবিদ্ধ হওয়ার আগে শুভব্রত হতাশগ্রস্ত ছিলেন? গুলিবিদ্ধ হওয়ার আগে, কাউকে ফোন করেছিলেন বা তাঁর কাছে কোনও ফোন এসেছিল কি নাCID সূত্রে খবর....এই সব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।