(Source: ECI/ABP News/ABP Majha)
TMC Kidnap Agitation: বিরোধী প্রার্থীদের 'অপহরণ', 'পুলিশের মুখে' তৃণমূল-তত্ত্ব
অপহরণের অভিযোগ ওঠার দু’দিনের মাথায়, বাড়ি ফিরে বিস্ফোরক দাবি করলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চার বিরোধী প্রার্থী। শুধু তৃণমূল নয়, পুলিশের বিরুদ্ধেও ভয় দেখানো ও চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।
বিরোধী প্রার্থীদের দাবি, ২৫ জুলাই রাতে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তৃণমূলের দুষকৃতীরাই ভাড়াবাড়ি থেকে তাঁদের তুলে নিয়ে যায়। রাখা হয় গেস্ট হাউসে। পরদিন আরও একটি গোপন ডেরায় নিয়ে গিয়ে চাপ দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় তৃণমূলের লোকজন। জোর করে ভিডিয়ো বার্তায় অপহরণের অভিযোগ অস্বীকার করতে বাধ্য করে। এর মধ্যেই সেখানে হাজির হয় পুলিশের ১৪-১৫ জনের একটি দল। পুলিশও নিজের মতো বয়ান লিখিয়ে সই করিয়ে নেয়। এমনই দাবি মথুরাপুরের চার বিরোধী প্রার্থীর।
অপহরণের ২দিনের মাথায় বাড়ি ফিরেই বিস্ফোরক মথুরাপুরের ৪ জয়ী বিরোধী প্রার্থী
'ভয় দেখিয়ে, চাপ দিয়েই বয়ান রেকর্ড করানো হয়েছে'
শুধু তৃণমূল নয়, পুলিশের বিরুদ্ধেও ভয় দেখানোর অভিযোগ
'২৫ জুলাই রাতে গান পয়েন্টে রেখে পঞ্চসায়রের ভাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা'
'গত ২দিনে দফায় দফায় পাল্টানো হয় ঠিকানা'
'গোপন ডেরায় চাপ দিয়ে সাদা কাগজে সই করানো হয়'
'জোর করে ভিডিয়ো বার্তায় অপহরণের অভিযোগ অস্বীকার করতে বাধ্য করা হয়'
'পুলিশও নিজের মতো বয়ান লিখিয়ে সই করিয়ে নেয়'
বাড়ি ফিরেই বিস্ফোরক দাবি মথুরাপুরের ৪ জয়ী বিরোধী প্রার্থীর