TMC:যতদিন অন্যায়ভাবে ভোটার লিস্টে ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে ততদিন TMC-র লড়াই চলবে:দোলা সেন
ABP Ananda Live: 'ততদিন মোদি হে তো মুমকিন হে চলবে, যতদিন অন্যায়ভাবে ভোটার লিস্টে এই অসমাঞ্জস্য এবং সরাসরি আসল ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে ততদিন SIR-র বিরুদ্ধে ঘুরিয়ে NRC করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে', বললেন দোলা সেন।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


















