trawler capsize: বকখালির কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৯ মৎসজীবীর দেহ উদ্ধার
বঙ্গোপসাগরে (Bay of Bengal) ট্রলারডুবির (Trawler Sunk) ঘটনায় উদ্ধার ৯ জন মৎস্যজীবীর দেহ। এখনও একজন নিখোঁজ। গতকাল মাঝরাতে দুর্ঘটনাগ্রস্ত ট্রলার উদ্ধার করে ফ্রেজারগঞ্জের বালিয়াড়ায় নিয়ে আসা হয়। রাতভর তল্লাশিতে ট্রলারের ভিতর থেকে উদ্ধার হয় ৯ জন মৎস্যজীবীর দেহ। উদ্ধারকাজ পরিদর্শনে রাতে ফ্রেজারগঞ্জে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সুন্দরবনের পুলিশ সুপার। আজ দেহ সনাক্ত করার কথা রয়েছে। অন্যদিকে, নিখোঁজ মত্স্যজীবীর ফিরে আসা নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে তাঁর পরিবার।
অন্যদিকে, করোনা (Corona) ঠেকাতে কড়াকড়ির মধ্যেই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠের (Belur Math) দরজা। আগামী ২৪ জুলাই গুরুপূর্ণিমা। যাবতীয় করোনা বিধি মেনে ওইদিন ভক্তরা বেলুড় মঠে ঢুকতে পারবেন। গুরুপূর্ণিমার দিন সকাল ৭টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা। বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন, সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা।