WB News: কাঁকুড়গাছির BJP কর্মী হত্যার মামলার চার্জশিটে নাম রয়েছে, তৎকালীন OC, SI এবং এক হোমগার্ডেরও
ABP Ananda LIVE: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার চার্জশিটে, তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের পাশাপাশি নাম রয়েছে, তৎকালীন OC, SI এবং এক হোমগার্ডের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, বিষয়টি ধামা-চাপা দেওয়া, তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, নারকেলডাঙা থানার তৎকালীন SI রত্না সরকার, নিহত অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়েছিলেন। নারকেলডাঙা থানার তৎকালীন ওসি, শুভজিৎ সেনের নির্দেশে, কর্মরত হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ধুয়ে ফেলেন।
এত বছর যখন ভোট হয়নি তখন কেন খোলা ছিল ছাত্র সংসদের ঘর, উঠছে প্রশ্ন
কসবা গণধর্ষণকাণ্ডের পর, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যেখানে ছাত্র ভোট হয়নি, সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কলেজের ইউনিয়ন রুম বন্ধের মতো সামান্য় বিষয়েও আদালতকে হস্তক্ষেপ করতে হল কেন? ছাত্র সংসদ ভোট যখন বছরের পর বছর বন্ধ তখন ছাত্র সংসদের ঘর তালাবন্ধ থাকবে এটা তো স্বাভাবিক বিষয়! তারপরও এতদিন সেগুলো খোলা ছিল কেন? কেন বন্ধ করা হয়নি? শিক্ষা দফতর কেন হস্তক্ষেপ করেনি? কলেজের ইউনিয়ন রুম বন্ধের মতো একটা বিষয়েও হাইকোর্টকে কেন হস্তক্ষেপ করতে হল? বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গে সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয়! তাই যে কোনও বিষয়ে বারবার আদালতের কাছে ছুটে যেতে হয়! গণতন্ত্রের পক্ষে এটা কি আদৌ ভাল লক্ষণ?

















