এক্সপ্লোর
Mukhesh Ambani: নেতৃত্ব দিতে প্রস্তুত আমরা, টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনায় জানালেন মুকেশ অম্বানি
টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনা। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী ফাইভ জি টেলিকম পরিষেবার সূচনা করলেন এই পরিষেবার কী কী সুবিধা, কত দ্রুত সংযোগ করা সম্ভব, তা প্রধানমন্ত্রীর সামনে হাতেকলমে দেখালেন দেশের তিনটি বড় টেলিকম সংস্থার প্রতিনিধিরা। বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার কীভাবে সম্ভব, তাও দেখানো হয় প্রধানমন্ত্রীকে। কলকাতা সহ দেশের ১৩টি শহরে এই পরিষেবা আপাতত চালু হবে। নেতৃত্ব দিতে প্রস্তুত আমরা, টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনায় জানালেন মুকেশ অম্বানি
জেলার
'বাদ পড়া নাম আবার ঢোকানোর জন্য পরিকল্পিত অগ্নিকাণ্ড', নিউটাউনে অগ্নিকাণ্ড নিয়ে পোস্ট অমিত মালব্যর
আরও দেখুন

















