Weather Update: ফুঁসছে তিস্তা, সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। ABP Ananda Live
Weather News: মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, জল বেড়ে চলায় ফুঁসছে তিস্তা। কালিম্পঙের কালীঝোরা থেকে তিস্তাবাজার যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রাস্তায় ভারী যান চলাচল বন্ধ। রাস্তার একাধিক জায়গায় ফাটল ধরেছে। রাস্তা মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। শিলিগুড়ি থেকে ঘুরপথে করোনেশন সেতু হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডুয়ার্স, গরুবাথান, লাভা, লোলেগাঁওয়ের রাস্তা দিয়ে সিকিমে গাড়ি যাতায়াত করছে। সিকিমেও ভারী বৃষ্টি হচ্ছে। ফলে সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। কোচবিহার ও দার্জিলিঙে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে দুই দিনাজপুর ও মালদায়। এবার মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই সপ্তাহে তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। পাশাপাশি, কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।