West Bengal District News: NHRC-র দুষ্কৃতী-তালিকায় দাপুটে নেতা-মন্ত্রী-বিধায়কের নাম, তুঙ্গে বিতর্ক
জাতীয় মানবাধিকার কমিশনের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় একাধিক নেতা, মন্ত্রী, বিধায়কের নাম। অর্জুন সিংহের (Arjun Singh) বাসভবনে গিয়ে কমিশনের রিপোর্ট নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ব্যারাকপুরের আর্দালিপাড়ায় ঘরছাড়া বিজেপি (BJP) কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে হামলার ছবি। গেরুয়া শিবিরের অভিযোগ, বোমাবাজির নেপথ্যে রয়েছে তৃণমূল (TMC)। অভিযোগ অস্বীকার শাসক দলের।
দিল্লিতে ব্যবসায়ী খুনে জড়িত সন্দেহে বিজেপি যুব মোর্চা নেতার গ্রেফতারের ঘটনায় ফের একবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। নির্বাচনের সময় বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে সন্ত্রাস চালিয়েছে বিজেপি, অভিযোগ শাসক শিবিরের।অভিযোগ ওড়াল বিজেপি।
মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে তৃণমূল নেতাই গ্রেফতার। পাকড়াও আরও এক তৃণমূল কর্মী। ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। প্রকৃতি দোষীদের শাস্তি হবে বলে দাবি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)।