Abhishek Banerjee: বাংলার মানুষকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? : অভিষেক | ABP Ananda LIVE
TMC Protest : '১০০ দিনের টাকা চেয়ে বারবার কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে'। 'বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হল'। 'ভারত সরকারের জেদের জেরে বাংলাকে বঞ্চনা করে চলেছে'। 'শান্তিপূর্ণ ভাবে রাজঘাটে ধর্না করছিল তৃণমূল'। 'কিন্তু দিল্লি পুলিশ, সিআরপিএফ ধাক্কাধাক্কি করে তুলে দিয়েছে'। 'মনে রাখতে হবে মহাত্মা গাঁধী কারও কেনা পণ্য পৈতৃক সম্পত্তি নয়'।'একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি'। 'শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করেছিলাম'।, 'গিরিরাজ সিংহর জেদের কারণে সন্তানহারা হয়েছে বাংলার পরিবার'। 'আগামীদিনে আরও জোরদার লড়াই হবে, প্রস্তুত থাকুন'। 'আপনার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি'। 'এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে'। 'বাংলায় একের পর এক নির্বাচনে ভরাডুবির কারণেই কি এত গাত্রদাহ?' 'বিজেপি নেতারা সিবিআই তদন্তের দাবি করছেন'। 'আদালতে জনস্বার্থ মামলা করুন'। 'যারা দোষ করেছে তাঁদের শাস্তি হোক'। 'কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে?' 'দিল্লি অভিযান আটকাতে ট্রেন বাতিল করেছে রেল'। 'সুকান্ত মজুমদার বলছেন, আমরা নাকি ঠিক মতো আবেদন করিনি'। 'আবেদন না করলে রেল সিকিউরিটি ডিপোজিট নিল কেন?''সিবিআই তদন্ত হলে আদালতের নজরদারিতে হোক'। 'সবার আগে গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত'। 'কারণ যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, তার দায় গিরিরাজ সিংহর'। 'এরা আজ কার্যত স্বীকার করে নিয়েছে, কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে'