Bangladesh Violence: বাংলাদেশে হিংসার ঘটনায় সরকারের কড়া পদক্ষেপ, নিন্দায় সরব বিদ্বজ্জনেরাও| Bangla News
উত্সবের মধ্যে বাংলাদেশে অশান্তি ছড়ানোর ঘটনায় কড়া পদক্ষেপ করল হাসিনা সরকার। এখনও পর্যন্ত গ্রেফতার সারে চারশোর বেশি অভিযুক্ত। রুজু হয়েছে ৭১টি মামলা। কুমিল্লায় অশান্তি ছড়ানোয় মূল অভিযুক্ত ইতিমধ্যেই চিহ্নিত। রংপুরে অশান্তি কবলিত এলাকা পরিদর্শন বাংলাদেশের প্রাক্তন তথ্যমন্ত্রীর।' ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে শেখ হাসিনা সরকার। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত সাড়ে চারশোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে ৭১টি মামলা। আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে আশ্বাসের সুরে জানানো হয়েছে, অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লায় অশান্তি ছড়ানোর ঘটনায় মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে অশান্তির কড়া প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন বাংলাদেশের একাধিক তারকা। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোর্তাজা ট্যুইট করে বলেছেন, "কাল দু’টো হার দেখেছি। একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি। কত কত স্বপ্ন, কত কষ্টার্জিত জীবনযুদ্ধ এক নিমেষেই শেষ।"