এক্সপ্লোর
Israel Palestine Conflict: গুলিবৃষ্টির মধ্য়ে দমবন্ধ করে একঘণ্টা আটকে থেকে কীভাবে বেঁচে ফিরলেন দানিয়েলা-রোনাল্ড? ABP Ananda News
Israel Palestine War: গত ১১ দিনে, ইজরায়েল-হামাস সংঘর্ষে (Israel Palestine War) ভয়াবহ সব ছবি দেখেছে বিশ্ববাসী। তবে এই যুদ্ধের পরিস্থিতিতে জিতেছে ভালবাসাও। ৭ অক্টোবর হামাস জঙ্গিরা যেখানে হামলা চালায়, সেখানে উপস্থিত ছিলেন দানিয়েলা এবং রোনাল্ড। গুলিবৃষ্টির মধ্য়ে, এক মুহূর্তের জন্য়ও একে অপরকে ছাড়েননি তাঁরা। কার্যত দমবন্ধ করে একঘণ্টা আটকে থেকে, কীভাবে বেঁচে ফিরলেন, সেই গল্পই তাঁদের মুখে শুনল এবিপি আনন্দ (ABP Ananda)।
আরও দেখুন






















