এক্সপ্লোর
Interpole Notice: লস্কর নেতা বিলাল দুরানির নামে ব্লু কর্নার নোটিস জারি করল ইন্টারপোল | Bangla News
পাকিস্তানে বসে ভারতে লস্কর-ই-তৈবার সংগঠন বিস্তারের ষড়যন্ত্রের অভিযোগ। লস্কর নেতা বিলাল দুরানির নামে ব্লু কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। এর আগে ওই লস্কর জঙ্গির বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করতে চেয়ে কলকাতার নগর দায়রা আদালতে আবেদন জানায় NIA। ২০২০-র উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে গ্রেফতার হয় লস্কর জঙ্গি তানিয়া পারভিন। সেই মামলায় উঠে আসে পাকিস্তানের লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ নেতা বিলাল দুরানির নাম।
আরও দেখুন






















