এক্সপ্লোর
Kyiv : ফের অগ্নিগর্ভ কিভ, আছড়ে পড়ল একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র । Bangla News
ফের অগ্নিগর্ভ কিভ, আছড়ে পড়ল একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র । সোমবার ভোররাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত শহরের বিস্তীর্ণ এলাকা। হামলায় ক্ষতিগ্রস্ত শেভচেঙ্কো জেলার ওল্ড টাউন ও সরকারি অফিস। কিভের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হানায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। কিভের রাজপথে দেখা গিয়েছে বেশ কয়েকজনের দেহ। ক্ষেপণাস্ত্র হানায় আহতও হয়েছেন অনেকে। গত চারমাসে প্রথমবার রুশ হামলায় ক্ষতিগ্রস্ত কিভ। বেলা গড়ালে শোনা যাচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ।ক্রিমিয়া-রাশিয়া সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর মস্কোর প্রত্যাঘাত, ব্যাখ্যা আন্তর্জাতিক মহলের।
আরও দেখুন






















