এক্সপ্লোর
Jagadhatri Puja : জগদ্ধাত্রী পুজোর নবমী, বিশেষ সম্মানে ভূষিত একাধিক পুজো কমিটি। ABP Ananda Live
আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। চন্দননগরে রীতিমতো জাঁকজমক করে হয় জগদ্ধাত্রী পুজো। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়। চন্দননগরের বাগবাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় সাবেকি প্রতিমার ডাকের সাজ। এদিকে, বিশেষ সম্মানে ভূষিত পালপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, চন্দননগর হেলাপুুকুর সর্বজনীন পুজো ও পুঁটিয়ারি মধ্য ব্যানার্জি পাড়া।
আরও দেখুন






















