Space News: স্পেস স্টেশনে হবে ড্রাগন স্পেস এয়ারক্র্যাফটের আনডকিং প্রক্রিয়া। কীভাবে? দেখুন ভিডিয়ো
ABP Ananda LIVE : স্বপ্নের উড়ানে শুভাংশু। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে হবে ড্রাগন স্পেস এয়ারক্র্যাফটের আনডকিং প্রক্রিয়া। কীভাবে? এবিপি আনন্দকে জানালেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী।
শুভাংশুরা মহাকাশে নিয়ে গেছেন সফট টয়। ষাটের দশকে ইউরি গ্যাগারিনের সময় থেকে এ ধরনের সফট টয় নিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। স্পেস ক্র্যাফট মহাশূন্য়ে পৌঁছেছে, তার প্রমাণ তখনই আসে, যখন সফট টয় শূন্যে ভাসমান হয়ে যায়। মহাকাশচারীদের ভাসমান অবস্থা বোঝাতেই জিরো গ্রাভিটি ইন্ডিকেটর এই ছোট্ট সফট টয়। এবার অ্যাক্সিয়ম ফোর মিশনে শুভাংশুদের সঙ্গে রয়েছে হাঁস। যার নাম দেওয়া হয়েছে ‘জয়’। কেন এবার রাজহাঁস নিয়ে যাওয়া হল মহাকাশে? রাজহাঁস দেবী সরস্বতীর বাহন, শুদ্ধতা এবং জ্ঞানের প্রতীক। তাই মহাকাশ গবেষণার এই অধ্য়ায়ে এই সফট টয়কেই বেছে নিয়েছেন নভশ্চররা।






















