এক্সপ্লোর
Chandrayaan 3 Landing : সবার নজরে চাঁদের দক্ষিণ মেরু! লুকিয়ে এমন কী সম্পদ?
সবার নজর এখন চাঁদের দক্ষিণ মেরুতে। কয়েকদিন আগে রাশিয়া ব্য়র্থ হয়েছে, সেই ব্যর্থতার রেশ কাটিয়ে বুধবার বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল ভারতের চন্দ্রযান ৩। ভারতের এই অভিযানের দিকে তাকিয়ে ছিল বিশ্বের বাকি দেশ ও মহাকাশ সংস্থাগুলিও।
কিন্তু চাঁদের দক্ষিণ মেরু ঘিরে এত উৎসাহ কেন? উত্তর অনেকগুলি। এই চাঁদের দক্ষিণ মেরুতেই জলের অণু দিয়ে তৈরি বরফের (Frozen Water) খোঁজ মিলেছে। শুধু সেটাই কারণ নয়। চাঁদের কলোনি তৈরি, চাঁদের খনিজ আহরণ এবং মঙ্গল অভিযানের বেসক্যাম্প তৈরির ভাবনাও রয়েছে চাঁদ ঘিরে।
আরও দেখুন






















