BPL T20: 'DHFC আলাদা,'হারবার ডায়মন্ড আলাদা', প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করল ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব
ABP Ananda LIVE : 'হারবার ডায়মন্ড'-এর মালিকানা বা পার্টনারশিপের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। ডায়মন্ডহারবার FC-র ম্যানেজমেন্টের সঙ্গেও 'হারবার ডায়মন্ড' ক্রিকেট টিমের সম্পর্ক নেই। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করল ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। বর্তমানে ইডেনে চলছে বেঙগল প্রিমিয়ার লিগ T-20 , সেখানেই হারবার জায়মন্ড ক্রিকেট টিম অংশ নিয়েছে। এরপরই জল্পনা শুরু হয় 'হারবার ডায়মন্ড' কোনওভাবেই যুক্ত নয় ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব,তাঁরপরই বিষয়টা স্পষ্ট করল ক্লাব কর্তৃপক্ষ।
সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, রথের রশি টেনে দিঘার রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী
আজ রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টেনে দিঘার রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে নটা থেকেই শুরু হবে পুজোপাঠ। দুপুর দুটো থেকে চলবে আরতি। মঙ্গলারতির পর প্রথমে আসবেন সুদর্শন চক্র। তিনটি রথ পরীক্ষার পর তিনি বসবেন সুভদ্রার রথে। এরপর ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে বের করে আনা হবে বাইরে। একে একে বসানো হবে রথে। এই রীতিকে বলে, পোহণ্ডিবিজয়। ঠিক আড়াইটায় দিঘার মন্দির থেকে গড়াবে রথের চাকা।






















