Asia Cup 2022: টি-২০ বিশ্বকাপে হারের বদলা, এশিয়া কাপে ভারতের কাছে পর্যুদস্ত পাকিস্তান। Bangla News
টি-২০ বিশ্বকাপের বদলা এশিয়া কাপে। দুবাইয়ের হাইভোল্টেজ ডুয়েলে পাকিস্তানকে পাঁচ উইকেটে উড়িয়ে দিল রোহিতের ভারত। প্রথমে বল করতে নেমে ভারতীয় পেসারদের দাপট। ১৪৭ রানেই শেষ পাকিস্তান। কার্যত ভুবনেশ্বর, হার্দিকদের দাপটেই কুঁকড়ে গেল গ্রিন আর্মি। এদিন শুরুতেই ১০ রানে বাবর আজমকে তুলে নিয়ে ধাক্কাটা দেন ভুবি। ফকহর জমান, ইফতিকার ও খুশদিল শাহকে তুলে নিয়ে পাক-ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দেন হার্দিক। তারপর, ভুবি-মিসাইলে ছিন্নভিন্ন লোয়ার অর্ডার। তাঁর ঝুলিতে এদিন মোট চার উইকেট। ১৪৮ রান তাড়া করতে নেমে শুরুতেই রাহুলকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ১২ রানে ফিরলেন রোহিত। বিরাট শুরুটা ভাল করলেও ৩৫ রানে ফেরেন বিরাট। এরপর জাডেজা, হার্দিকরা দলকে জয়ের পথে নিয়ে যান।
![WPL 2025: পরপর দুবার ট্রফি জিতে ইতিহাস গড়বে RCB? চমক দেবে সৌরভের দিল্লি? পাঁচ দলের ধুন্ধুমার লড়াই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/ec58923e82eff0e4cae5da3a984370081739463725517535_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)