IPL 2025 Final: ইডেন থেকে আইপিএলের ম্যাচ সরানোয় কেন্দ্র ও বিসিসিআইকে নিশানা রাজ্যের
ABP Ananda Live: ইডেন থেকে আইপিএলের ম্যাচ সরানোয় কেন্দ্র ও বিসিসিআইকে নিশানা রাজ্যের। অজুহাত বৃষ্টি, নেপথ্যে চক্রান্ত, আক্রমণ ক্রীড়ামন্ত্রীর। নিজের দফতর সামলান, পাল্টা বিজেপি।
'সত্যি কি শিক্ষকরা ওখানে আন্দোলনে করছেন?' প্রশ্ন তুললেন কল্যাণ
সত্যি কি শিক্ষকরা ওখানে আন্দোলনে করছেন? বাইরের লোক বিকাশভবনের আন্দোলনে ঢুকে গিয়েছে। IPS-কে মারছে, এঁরা শিক্ষক? আন্দোলনে সাংবিধানিক অধিকার আছে বলে, অন্যের সাংবিধানিক অধিকারকে নষ্ট করা যায় না, মন্তব্য তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
শুভেন্দুর 'জঙ্গি'-খোঁচা
বুধবার, জঙ্গি নিয়ে সতর্কতার সুর শোনা গেছিল মুখ্যমন্ত্রীর গলায়। বলেছিলেন, বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও শেল্টার নিতে না পারে। বৃহস্পতিবার, পাল্টা মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, উনি ৫৪০ কিলোমিটার জমিটা MHA-BSFকে তুলে দিক, জঙ্গি ওঁকে খুঁজতে হবে না, BSF-NIA খুঁজে নেবে।






















