(Source: ECI/ABP News/ABP Majha)
Southampton Test: সাউদাম্পটন টেস্টে কিউয়ি বধে আজ কী স্ট্রাটেজি ভারতের?
আজ ক্রিকেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (Cricket World Championship Final) ৪র্থ দিন। সাউদাম্পটনে (Southampton) মুখোমুখি ভারত (India), নিউজিল্যান্ড (New Zealand)। তৃতীয় দিনে ২১৭ রানে ইনিংস শেষ করে ভারতীয় দল। ৫টি উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন কাইল জেমিসন। আজকের ম্যাচটি কিছুটা হলেও নিউজিল্যান্ডের দিকে রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু ইংল্যান্ডে যে আবহাওয়া এখন রয়েছে, তাতে খেলায় আপ-ডাউন হতেই থাকবে। টানটান উত্তেজনা থাকবে গোটা ম্যাচ জুড়ে। নিউজিল্যান্ডের টিমের বিরুদ্ধে এই ম্যাচে জিততে হলে ভারতীয় টিমকে নিজেদের স্ট্রাটেজি ঢেলে সাজাতে হবে বলেও মত বিশেষজ্ঞদের। পাশাপাশি দুই টিমের ব্যাটসম্যানদের এখনও সেট হতে সমস্যা রয়েছে। তাই ভারতীয় দলকে পার্টনারশিপে আরও রান তোলার দিকে লক্ষ্য রাখতে হবে। বোলারদেরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা অন্য দলগুলির স্ট্রাটেজি অনুযায়ী মাঠে নামতে হবে। তাহলে আজ ভারতীয় দলের জেতার সম্ভাবনা বাড়বে।