(Source: ECI/ABP News/ABP Majha)
Vinesh Phogat: আজ CAS-এ রায়দান, তার আগেই কুস্তি ছাড়লেন বিনেশ। ABP Ananda Live
Paris Olympics 2024: ভারতে তখন সবে সকাল। গত রাতেও গোটা ভারতবাসী শুতে গিয়েছিল আশায় বুক বেঁধে। আগামীকাল শুনানি। রায় পক্ষে গেলে ভারতের জন্য রুপো আনবেন 'সোনার মেয়ে'। কিন্তু রায়ের জন্য অপেক্ষা করলেন না তিনি। বিনেশ ফোগত (Vinesh Phogat)। এক্স হ্যান্ডলে ভারতীয় সময় ভোর ৫টা নাগাদ তিনি পোস্ট করলেন, কুস্তি থেকে অবসরের। যাঁর নিশ্চিত ছিল অন্তত রুপো জয়, সেই বিনেশ ফোগতকেই বাদ যেতে হল অলিম্পিক্সের আসর থেকে। এক্স হ্যান্ডেলের একটা পোস্টে যেন সমস্ত আশা নিভে গেল এক মুহূর্তে। এক্স হ্যান্ডলে বিনেশ ভারতীয় সময় ভোর পাঁচটা নাগাদ ট্যুইট করেন, 'মা কুস্তি জিতে গিয়েছে। আমি হেরে গিয়েছি। ক্ষমা করে দিও, তোমার স্বপ্ন, আমার মনোবল সব ভেঙে গিয়েছে। এর থেকে বেশি ক্ষমতা আর নেই আমার। বিদায় কুস্তি - ২০০১-২০২৪। আপনাদের কাছে চিরকাল ঋণী থাকব। ক্ষমা চাইছি।' পোস্ট জোড়া হতাশা, ক্ষমার আর্তি। গতবছর যন্তর মন্তরের সামনে যিনি বুক চিতিয়ে লড়াই করেছিলেন, সেই বিনেশ কি অলিম্পিক্সের আসরের থেকে ছিটকে যাওয়ার ধাক্কা মেনেই নিতে পারলেন না? অপেক্ষা করতে পারলেন না আজকের রায়ের জন্য়ও? বিনেশের কাছে প্রশ্ন রয়ে গেল গোটা দেশের। ABP Ananda Live