Live Updates: পাঁচিল টপকে চিদমম্বরমের বাড়িতে সিবিআই আধিকারিকরা, পৌঁছল ইডি-ও
LIVE
Background
নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পি চিদম্বরমের আর্জির জরুরি ভিত্তিতে আজ শুনানি করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতারির হাত থেকে অব্যাহতি পেতে সর্বোচ্চ আদালতের সুরক্ষা চান। গতকালই দিল্লি হাইকোর্ট এই মামলায় তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করায় গ্রেফতারির খাঁড়া ঝুলছে প্রবীণ কংগ্রেস নেতার মাথার ওপর। তাঁর বাসভবনে যায় সিবিআই, ইডি। তিনি না থাকায় তারা ফিরে যায়। তাঁকে হাজিরা দিতে বলে রাতে বাসভবনে নোটিসও সেঁটে দিয়ে যায় সিবিআই। গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে চিদম্বরমের আইনজীবী কপিল সিবলকে আজ সকালে পিটিশন পেশ করতে বলা হয়। আবেদনের দ্রুত শুনানি চেয়ে আজ ফের সুপ্রিম কোর্টে বিষয়টি উল্লেখ করেন চিদম্বরম। তাঁর আবেদনে কিছু পদ্ধতিগত ত্রুটি আছে বলে জানিয়ে তাঁকে ফের পিটিশন দিতে বলা হয়।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি বিভাগের লোকজনকে ডেকে জানতে চায়, চিদম্বরমের পিটিশন কী অবস্থায় রয়েছে। রেজিস্ট্রির লোকজন জানান, ত্রুটি সংশোধন করা হয়েছে, পিটিশনটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি এন ভি রামান্না, বিচারপতি এম শান্তনাগাওদার, বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ জানায়, আজ পিটিশনটি তালিকাভুক্ত করা যাচ্ছে না। আর সেটি তালিকাভুক্ত না হলে শুনানিও সম্ভব নয়। সিবল বারবার আজই শুনানির জন্য পীড়াপীড়ি করলেও বেঞ্চ বলে, দুঃখিত, আমরা শুনানি করতে অপারগ। ফলে এই মামলায় চিদম্বরমের অস্বস্তি বহাল রইল।