Weekly Astrology: নতুন কাজের সুযোগ এই রাশির জাতকদের, কেমন কাটবে এই সপ্তাহ?
Weekly Horoscope: দেখে নিন ১৪ থেকে ২০ মে পর্যন্ত সাপ্তাহিক রাশিফল
কলকাতা: আরও একটা সপ্তাহ শুরু হচ্ছে। কেমন কাটবে গোটা সপ্তাহ? কোন রাশির (Astro) জাতকদের কী কী কথা মাথায় রাখতে হবে? জেনে নিন সমস্ত এক নজরে (Astrology)। রইল ১৪ থেকে ২০ অগাস্ট পর্যন্ত সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)।
মেষ- নিজের কাজের বিশ্লেষণ করতে পারবেন। পরিবার এবং ব্যক্তিগত জীবনে ফোকাস করতে পারবেন। বাড়ির পরিবেশের মধ্যে সৌন্দর্য্য খুঁজুন। যা সামগ্রিকভাবে আপনাকে ভাল রাখবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। বসার গড়ে গাছ লাগাতে পারেন। পারিবারিক কোনও অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ। অতীত হাতরাবেন না। অধিকারী হওয়ার প্রবণতা সম্পর্কে সচেতন থাকুন। ব্যক্তিগত বিষয় এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখুন।
বৃষ- কোনও কোনও বিষয়ে কৌতুহল থাকবে এই সপ্তাহে। মনে আনন্দ বজায় থাকবে। কূটনীতি করতে সক্ষম হবেন। সমস্যা মেটাতে পারবেন। কোনও নতুন বই পড়তে পারেন। অথবা কোনও নতুন কোর্স শুরু করতে পারেন। অংশ নিতেন পারেন বিতর্কে। এখনও সিঙ্গল থাকলে মনের মানুষ পেতে পারেন এই সপ্তাহে। কাজের প্রশংসা করবেন সহকর্মীরা।
মিথুন- আলোচনা, বিনিয়োগ বা সৃজনশীল কোনও উদ্যোগের মাধ্যমে আয়ের পথ প্রশস্ত হবে। আইডিয়া প্রকাশ করার ক্ষমতা বাড়বে। নিজের দক্ষতা প্রদর্শন করুন। ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে কোনও ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নেওয়ার সময় এসেছে। আর্থিক বিষয়ে স্ত্রীর সঙ্গে কথা বলুন।
কর্কট- এই সপ্তাহে যে কোনও কাজের জন্য শক্তি পাবেন। যা আপনার উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বজায় রাখুন। এমন কারোর সঙ্গে যোগাযোগ রাখুন যাঁর সঙ্গে কথা বললে মানসিকভাবে শান্তি পাবেন। শিল্পী বা লেখক হলে সৃজনশীল কাজে মন দিন। তবে ক্ষতির বিষয়টিও মাথায় রাখতে হবে। অন্যের মতামতকে গুরুত্ব দিন।
সিংহ- কেরিয়ার নয়, এই সপ্তাহে নিজের দিকে বেশি জোর দিন। কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনও লক্ষ্য এবং কৌশল থাকলে তা পুনর্মূল্যায়ন করুন। স্ব-আরোপিত কোনও সীমানা কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর্থিক দিক থেকে ব্যয় সম্পর্কে সচেতনতা প্রয়োজন। অতীতের সম্পর্ক নিয়ে ক্ষত থাকলে তা নিরাময় হবে সময়ের সঙ্গে। নিজের প্রতি বিশেষ যত্ন নিন। মানসিক চাপের ফলে শরীর খারাপ হতে পারে।
কন্যা- কোনও সুযোগ হাতছাড়া করবেন না। স্বপ্ন পূরণের জন্য শক্তি সঞ্চয় করুন। মানসিকতার মিল রয়েছে এমন কারোর সঙ্গেই সম্পর্ক রাখুন। প্রয়োজনে পুরনো সম্পর্কগুলি ভুলতে হবে। নেটওয়ার্কিং বা অনলাইন কমিউনিটির মাধ্যমে ব্যক্তিগতভাবে বা কর্মক্ষেত্রে পুরষ্কৃত হওয়ার সুযোগ আসতে পারে। সামাজিক দিক থেকে গ্রহণযোগ্যতা বাড়বে। আপনার গুণের মাধ্যমে আয়ের আরও একটি দিক খুলে যেতে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি বাড়বে। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মুখ এবং মুখোশের পার্থক্য বুঝতে হবে।
তুলা- কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়লে এবং কাজের পরিবেশ বজায় থাকলে উত্পাদনশীলতা বাড়বে এই সপ্তাহে। কঠোর পরিশ্রম স্বীকৃত এবং পুরস্কৃত হবে। কর্মক্ষেত্রে খ্যাতি বাড়বে। কেরিয়ার গোল স্থির করুন। দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্খার জন্য পরিকল্পনা এবং কৌশল প্রয়োজন। প্রিয়জনকে অবহেলা করলে সম্পর্কের বন্ধন আলগা হবে। সময় নিয়ে কথা বলুন। কাজের চাপ কাটাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
বৃশ্চিক- কাজে কৌতূহল বাড়বে। নিজেকে ভাল রাখার চেষ্টা করুন। এমন আলোচনায় অংশ নিনি যাতে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির বদল হয়। কোনও সম্পর্কে থাকলে নিজের স্বপ্ন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে কথা বলুন। তাতে বন্ধন দৃঢ় হবে। আদর্শকে জলাঞ্জলি দেবেন না। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশ্বাসের মূল্যায়ন করতে হবে।
ধনু- আপনার শক্তির ফলে ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসতে পারে। সম্পর্ককে একটু বেশি গুরুত্ব দিতে হবে। সঙ্গীর সঙ্গে বন্ধন দৃঢ় করতে হবে। বিনিয়োগের বিষয়ে পর্যালোচনা প্রয়োজন। নতুন কোনও উদ্যোগ গ্রহণের জন্য আদর্শ সময়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। কেরিয়ারের দিক থেকে নতুন কোনও প্রজেক্ট হাতে আসতে পারে।
মকর- প্রিয়জনদের চাহিদা এবং আকাঙ্খা বুঝতে পারবেন। সমস্যা মেটাতে সক্ষম হবেন। সিঙ্গল হলে কাররো সঙ্গে পরিচয় হতে পারে। অথবা পরিচিত কারোর সঙ্গেই সম্পর্ক হতে পারে। কেরিয়ারের দিক থেকে ভাল সময়। যৌথ উদ্যোগে কোনও ব্যবসা বা প্রোজেক্ট শুরু করতে পারেন। সীমানা ভুলে গেলে চলবে না। অন্যকে ভাল রাখতে গিয়ে আকাঙ্খার সঙ্গে আপস করবেন না।
কুম্ভ- কর্মক্ষেত্রে ইতিবাচক সম্পর্ক তৈরির চেষ্টা থাকবে এই সপ্তাহে। সহকর্মীদের প্রশংসা পাবেন। একটা টিম হিসেবে কাজ করলে কাজটা সহজ হবে। এই সময়ে সমস্যা সমাধান হবে। প্রত্যেকের সহযোগিতায় কাজে সৃজনশীলতা বাড়বে। সুস্থ থাকতে নতুন ফিটনেস রুটিন তৈরি করুন। যোগব্যায়াম বা শরীরচর্চা করতে পারেন সুস্থ থাকতে। অর্থ সঞ্চয়ে নজর দিতে হবে।
মীন- এই সপ্তাহে সৃজনশীলতার মাধ্যমে অনুভূতি প্রকাশ করুন। সিঙ্গল হলে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁদের বন্ধন আরও দৃঢ় হবে।আপনার দৃঢ়তা এবং প্রাণোচ্ছল স্বভাব অন্যদের প্রভাবিত করবে। লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই সময়ের সদ্ব্যবহার করুন। আর্থিকভাবে, অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। অর্থ লাভের একাধিক সুযোগ আসতে পারে।