Daily Astrology : আর্থিক ক্ষতির আশঙ্কা, বিগড়ে যেতে পারে স্বাস্থ্য! কেমন কাটবে মঙ্গলবার?
Horoscope Tomorrow : এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন?
মেষ- চাকরিজীবীরা কাজের সুবিধার জন্য লিস্ট বানাতে পারেন। তাতে কোনও কাজ বাকি থাকবে না। যাঁরা হার্ডওয়্যার বা সফটওয়্যারের কাজের সঙ্গে যুক্ত তাঁদের সতর্ক থাকতে হবে। গয়না ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। আর্থিক লাভের সম্ভাবনা। পড়ুয়াদের পড়াশোনা অবহেলা করলে চলবে না। পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যরা অনেক বেশি প্রত্যাশা করবে। তা পূরণ করার চেষ্টা করতে হবে। এমন কোনও কাজ করবেন না যাতে পরিবারের নাম নষ্ট হয়। বৈদ্যুতিন কোনও যন্ত্রের থেকে দূরে থাকুন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিন।
বৃষ- কাজ শেষ না হওয়ার কারণে অস্বস্তি বাড়বে। পরিশ্রমের ফল পাবেন। নতুন চাকরির সুযোগ রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় যাঁরা যুক্ত তাঁরা আর্থিক লাভের মুখ দেখবেন। যাতে মন ভাল থাকবে। তরুণ-তরুণীরা নিজেদের প্রতিভা দেখাতে পারবেন। কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা হলে তা থেকে মুক্তি পাবেন। সন্তানের আচরণ পরিবর্তন হচ্ছে কিনা সেদিকে নজর রাখুন। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কিডনি সংক্রান্ত সমস্যা বা অন্য কোনও রোগে ভুগতে পারেন। ডায়বেটিক রোগীদেরও সতর্ক থাকতে হবে। বিকেলে কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
মিথুন- কর্মক্ষেত্রের বিষয়ে সতর্ক হতে হবে। নতুন বছরে পদন্নোতির সম্ভাবনা। ব্যবসায়ীদের কোনও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। খুব সতর্কতার সঙ্গে সেই সিদ্ধান্ত নিতে হবে। তরুণ তরুণীরা কাজের বিষয়ে নজর না দিলে সমস্যা পড়তে পারেন। বিরক্তি বাড়তে পারে। আপনার স্বভাবের জন্য আত্মীয়, বন্ধুরা দূরত্ব তৈরি করতে পারে। শত্রুর নজরে পড়তে পারেন। ক্ষতির আশঙ্কা রয়েছে। সাধারণভাবে বাঁচতে হবে।
কর্কট- প্রথম দিকে কাজের চাপ কম থাকলেও বেলা বাড়তেই তা বাড়বে। কাজ শেষ করতে হিমশিম খেতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি সুখকর নয়। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসার স্বার্থে লোন নিতে হতে পারে। সায়েন্স প্রজেক্ট কাজের সুযোগ রয়েছে তরুণ-তরুণীদের। যা কোনও প্রদর্শনীতে দেখানো হতে পারে। যে কোনও কাজের আগে বর্ষীয়ান কারও পরামর্শ নিন। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে পুরনো কোনও রোগের কারণে সমস্যা বাড়তে পারে।
সিংহ- বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। পাইকারি ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। কোনও প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নিলে বন্ধুদের সাহায্য নিন। তাতে পড়াশোনার সুবিধা হবে। পরিবারের জন্য কিছু কিনতে পারেন। ঠান্ডা লাগার সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শোনা কথায় বিশ্বাস করবেন না, যতক্ষণ পর্যন্ত না নিজে চোখে দেখছেন। সঙ্গীর কারণে বিরক্তি বাড়বে। সন্তানের সাফল্যে মন খুশি।
কন্যা- নতুন বছরে খুশি হওয়া আশঙ্কা কম। ব্যাঙ্ক কর্মরত এই রাশির জাতকদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। বড় কোনও অর্ডার পেতে পারেন। আয় বাড়তে পারে। বর্তমানে বাঁচুন। কোনও সংক্রমণ বাসা বাঁধতে পারে। জ্বর হতে পারে। ধর্মীয় কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তাতে মানসিক শান্তি বাড়বে। কোনও ধর্ম গ্রন্থ পড়তে পারেন।
তুলা- নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন। গাড়ি কিমনতে পারেন। অফিসে অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করবেন না। সময়ের গুরুত্ব বুঝে কাজ শেষ করতে হবে। আর্থিক লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। নতুন প্রজেক্ট হাতে আসতে পারে। তবে তা শেষ করতে সময় লাগবে। তবে কেউ ঠকাতেও পারেন। সঙ্গীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। সমস্যা মেটানোর চেষ্টা করতে হবে। ডায়বেটিক রোগীরা অসুস্থ বোধ করতে পারেন। স্বাস্থ্য খাতে খরচ বাড়বে। তাতে মানসিক অশান্তি বাড়বে।
বৃশ্চিক- সৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা বিশেষ মর্যাদা পেতে পারেন। চাকরির সুযোগ আসতে পারে। ওষুধের ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সতর্ক থাকতে হবে। কোনও সমস্যায় পড়তে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে তরুণদের। কোনও কাজ করার আগে বাবা মায়ের সঙ্গে পরামর্শ করুন। তাঁদের উপদেশ কাজে আসবে। মানসিক শান্তি মিলবে। পুরনো বিবাদ মিটে যেতে পারে। ওজন কমাতে নজর দিতে হবে। বাইরের খাবার না খাওয়াই ভাল।
ধনু- সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। কারও সঙ্গে তর্কে জড়াবেন না। পুরনো কোনও ভুল নিয়ে আক্ষেপ হতে পারে ব্যবসায়ীদের। ঋণ নিয়ে থাকলে তা শোধ দিতে হবে। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে তরুণদের। কারণ রাগের কারণেই সমস্যা বাড়তে পারে। পড়াশোনা নিয়ে বাধার মুখে পড়তে পারেন পড়ুয়ারা। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। বাড়ির পাশে আবর্জনা জমা হতে দেবেন না। তাতে রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে। সমস্যায় পড়লে কোনও আত্মীয়কে পাশে পাবেন।
মকর- সরকারি দফতরে কর্মরতদের কাজের চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হতে পারে। ব্যবসায়ীদের আয়ের নতুন প্রশস্ত হবে। পারিবারিক ব্যবসা থাকলে তা থেকে আয় ভাল হবে। কেরিয়ারের দিকে নজর দিতে হবে নতুন প্রজন্মকে। স্বপ্ন দেখা থামালে চলবে না। স্বপ্ন পূরণের লক্ষ্য থাকলে তবেই কেরিয়ার গড়ার পথও মসৃণ হবে। নতুন বছরে বাড়ির কাজ করতে পারেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির সবার সঙ্গে পরামর্শ করুন। সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
কুম্ভ- অফিসের কাজ দ্রুত শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। আর্থিক লাভের মুখ দেখবেন অনলাইন ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত। তাতে মানসিক শান্তি বাড়বে। অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। অঙ্কন সহ যে কোনও সৃজনশীল কাজকেই কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। সময়মতো খাওয়াদাওয়া করতে হবে। সমাজে সম্মান বাড়বে। প্রশংসা পাবেন।
মীন- সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে। সহকর্মীরা আপনাকে ছোট করতে পারেন। তবে দিনের শেষে আপনারই জয় হবে।যাঁরা আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের কোনও কারণে চিন্তা বাড়তে পারে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে নজর দিতে হবে পড়ুয়াদের। সঙ্গীর উপর অযথা রাগ করবেন না। প্রয়োজনে কথা বলুন। বাকবিতণ্ডায় সমস্যা হতে পারে আপনার সন্তানেরও।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।