April Astrology : সমস্যা পিছু ছাড়বে না, পদে পদে বাধা, শনি-রাহুর অবস্থানে এপ্রিলে নাভিশ্বাস উঠবে কাদের?
April Horoscope : মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, রাশির জন্য এপ্রিল মাসের জ্যোতিষ ভবিষ্যদ্বাণী।

শনির গোচরের পর নতুন একটা মাস । নতুন অর্থবর্ষও বটে। এই মাসটা গ্রহ নক্ষত্রের দিক থেকে কোন রাশিকে কী সুবিধে দিতে পারে, চলুন দেখে নেওয়া যাক। এপ্রিল মাসে গ্রহের অশুভ গোচরের ফলে প্রায় সব রাশির জীবনেই অস্থিরতা দেখা দেবে। আসুন জেনে নিই কোন রাশির জীবনে কী প্রভাব । তবে রাশিফল যাই হোক না কেন, ব্যক্তির কুণ্ডলী অনুসারে ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়।
মেষ রাশিফল
মেষ রাশির জাতকদের জন্য এপ্রিল মাসটি অত্যন্ত ব্যস্ততাপূর্ণ থাকবে। এই সময় জমি-জায়গা সংক্রান্ত সমস্যাগুলি সমস্যায় রাখবে। বং পারিবারিক পরিস্থিতিও কিছুটা খারাপ হতে পারে। অর্থের সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝে ব্যায় করুন।
বৃষ রাশিফল
বৃষ রাশির জাতকদের জন্য সময়টি নানা ঝামেলার মধ্যে কাটবে । সবই যুদ্ধ করে আদায় করতে হবে । এই সময় লাভ কম হবে, তবে শুক্র উচ্চ রাশিতে থাকায় মাঝে মাঝে হঠাৎ অর্থ লাভও হতে পারে। উচ্চ পদস্থদের সঙ্গে যোগাযোগ লাভ দেবে। ঘেঁটে যাওয়া কাজগুলি গুছিয়ে উঠতে পারবেন। বিনোদনে অর্থ ব্যয় করতে পারেন। তবে খুব ভেবেচিন্তে।
মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকদের জন্য এপ্রিল মাসে নানা রকম বিবাদ হবে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের সঙ্গে জটিলতা বৃদ্ধি পাবে । মানসিক অশান্তি দীর্ঘদিন ধরে চাপে রাখবে। অতিরিক্ত ক্রোধের ফলে ঝগড়া বাড়তে পারে। বিবাদ থেকে দূরে থাকুন। অযথা শত্রু বাড়াবেন না।
কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকদের জন্য এপ্রিল মাসটি লাভদায়ক হবে। সন্তানের তরফে শুভ সংবাদ পাওয়া যাবে, কিছু সমস্যাও আসতে পারে। কিন্তু আপনি সমস্যা থেকে বেরিয়ে আসবেন। নতুন বিনিয়োগ করার আগে নথিপত্রে সাবধানে, সতর্ক হয়ে পরীক্ষা করে নিন। নইলে ঠকে যেতে পারেন।
সিংহ রাশিফল
সিংহ রাশির জাতকদের জন্য এপ্রিল মাসে নানারকম চাপ চলবে। স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগও বৃদ্ধি পেতে পারে। এই সময় রাহু এবং শনির অবস্থান স্বাস্থ্যের জন্য ভালো বলা যাবে না। পেট এবং বুকের কষ্টে সমস্যায় রাখতে পারে। হাড় ভেঙে যাওয়ার ভয় থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















