Astro Tips : আজ দিনটি কেমন ? কোনও ভাল কাজ করা যেতে পারে ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৭ মাঘ, ১১ ফেব্রুয়ারি-
সূর্যোদয়- সকাল ৬টা ১৮ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ২৬ মিনিট
কালবেলাদি- ৭:৪১, ১:১৫, ২:৩৯, ৪:৩, ৫:২৬
কালরাত্রি- ৭:৩, ৪:৪১, ৬:১৭
যাত্রা- নেই
শুভকাজ- দিবা, বিপণ্যারম্ভ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ : আজ দিনটা সাধারণভাবে পেরিয়ে যাবে। স্বাস্থ্যখাতে খরচ বাড়বে। নেতিবাচক চিন্তা করবেন না। মৃদু মরসুমি অসুস্থতায় ভুগতে পারেন।
বৃষ : আবেগ নয়, এই সময়টায় জ্ঞান ও ধূর্ততার সঙ্গে কাজ করুন। চারপাশের পরিস্থিতির কিছুটা বদল হবে। অযথা তর্কাতর্কি করে সময় নষ্ট করবেন না। স্বাস্থ্য ভাল থাকতে পারে।
মিথুন : গুজবে কান দেবেন না। ধর্মীয় কার্যকলাপে পরিবারের সঙ্গে সময় কাটালে শান্তি আসবে। মনে জোর রাখুন। সমস্যাকে ভয় করার পরিবর্তে, তার সমাধান বের করার চেষ্টা করুন।
কর্কট : যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভাগ্য আপনার সহায় থাকবে। অন্যের কথোপকথনে জড়াবেন না। কঠোর পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। স্বাস্থ্য ভাল থাকতে পারে।
সিংহ : কেরিয়ারের ক্ষেত্রে নিজের সক্ষমতা ব্যবহার করুন। কোনও কারণ ছাড়াই বাদানুবাদের জেরে পরিবারের পরিবেশ খারাপ হয়ে যেতে পারে। স্বামী-স্ত্রীর মধুরতা বজায় থাকবে। যাঁরা ডায়াবেটিক তাঁরা বিশেষ যত্ন নিন।
কন্যা : প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। অন্যকে অতিরিক্ত বিশ্বাস করলে ক্ষতির মুখে পড়তে পারেন। সাম্প্রতিক পরিস্থিতির জন্য ব্যবসায় পরিকল্পনা সফল হবে না।
তুলা : ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। চিন্তার কারণে কোনও কাজ এড়ানোর চেষ্টা করবেন না। কোনও নিকট আত্মীয়ের থেকে দুঃখের খবরে মানসিক শান্তি নষ্ট হতে পারে।
বৃশ্চিক : হৃদয়ের পরিবর্তে মন দিয়ে কাজ করুন। পরিবারের নিরাপত্তা নিয়ে যে নিয়ম বানিয়েছেন তা সঠিক। আয়ের থেকে ব্যয় বেশি হবে। ভুল খাতে খরচে লাগাম টানুন।
ধনু : আজ কোনও আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। দক্ষতার সাহায্যে কোনও ভাল কাজ শেষ করতে পারেন। আপনার উদারতার সুযোগ নিতে পারে কেউ।
মকর : যে কোনও প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন ছাত্র-যুবরা। অতিরিক্ত আলোচনা করে সময় নষ্ট করবেন না।
কুম্ভ : নিকট আত্মীয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আপনার অতিরিক্ত সন্দেহ-প্রবণতা সমস্যার কারণ হতে পারে। কাজের জায়গায় বিবাদ সৃষ্টির সুযোগ দেবেন না।
মীন : যে কোনও সমস্যার শান্তিপূর্ণ সমাধান খোঁজার চেষ্টা করুন। আপনার গুরুত্বপূর্ণ নথি নিরাপদে রাখুন। পরিবারের সঙ্গে কিছু সময় কাটালে ভাল হয়। স্বাস্থ্য ভাল থাকতে পারে।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।