Astro Tips : দিনটি কেমন ? কোনও শুভকাজ করা যায় ?
Dainik Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৫ শ্রাবণ, ২২ জুলাই -
সূর্যোদয়- সকাল ৫টা ৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২২ মিনিট
কালবেলাদি- ৬:৪৫, মধ্যে ১:২৩ গতে ৩:৩ মধ্যে ও ৪:৪২ গতে ৬:২২ মধ্যে
কালরাত্রি- ৭:৪২, মধ্যে ৩:৪৫ গতে ৫:৬ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ রাশি: এদিন বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়ার সম্ভাবনা রয়েছে। কদিন ধরে আর্থিক টানাপড়েনে থাকলে এদিন হাতে অর্থ আসতে পারে। একা সময় কাটাতে পছন্দ করলেও এদিন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে।
বৃষ রাশি: এদিন কোনও বিষয় নিয়ে মন খারাপ হতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে তর্কবিতর্ক হতে পারে। এদিন কোনও প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। ঘরের কাজে সঙ্গীকে সাহায্য করতে পারেন। অবসর সময় পেলে নিজের জন্য প্রয়োজনীয় কাজগুলি করে ফেলুন।
মিথুন রাশি: এই দিনটি মোটের উপর ভাল যেতে পারে। কোনও কারণে মন খারাপ হতে পারে। কোনও কারণে রাগ হতে পারে, তবে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে। কারও সঙ্গে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখতেই হবে। রিয়াল এস্টেট সংক্রান্ত কোনও বিষয়ে লগ্নি করতে পারেন আপনি। সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন।
কর্কট রাশি: কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন আপনি। আত্মীয়-স্বজনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। তবে তা কেটেও যাবে। বিনোদন সংক্রান্ত কোনও কারণে বেশি খরচ করা উচিত হবে না। নয়তো আর্থিক সংকটে পড়তে হবে পারে। পড়ুয়ারা নিজের পড়াশোনার দিকে খেয়াল রাখুন। পড়াশোনার সময় অন্য কারণে খরচ করা উচিত হবে না।
সিংহ রাশি: ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা হতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। খুব বেশি উদ্বেগে থাকবেন না। সঙ্গীর সঙ্গে কোনও কারণে মতান্তর হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। সঞ্চয়ে মন দিলে ভবিষ্যতের জন্য তা ভাল হবে। কোনওরকম ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন।
কন্যা রাশি: এদিনটি পরিবারের সঙ্গে কাটাতে পারেন। বাড়ির সকলে একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। অর্থ সংক্রান্ত কোনও পরিকল্পনা করলে বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিন।
তুলা রাশি: যাঁরা চাকরি করেন, তাঁরা কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। তবে নিজের বুদ্ধি ও মানসিক শক্তির মাধ্য়মে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। কোনও কারণে সহকর্মী বা বন্ধুর থেকে সাহায্য চাইলে তা পাবেন। এদিন কোনও নিমন্ত্রণ পেতে পারেন। কারও সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে।
বৃশ্চিক রাশি: এদিন সন্ধেয় কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন, তবে তা দ্রুত কেটেও যাবে। অতিরিক্ত চাপ নেবেন না তাহলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা হতে পারে। আপনার দৃষ্টিভঙ্গি মেনে নিতে পারেন পরিবারের বাকি সদস্যরা। জীবনে শৃঙ্খলা আনার চেষ্টা করতে পারেন, তাতে আখেরে লাভ হবে।
ধনু রাশি: এদিন সাবধানে চলাফেরা করলে ভাল হয়। ভ্রমণের সময় নিজের জিনিসপত্রের যত্ন নিন। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আগামীকাল বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। এদিন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের বাঁধন আরও শক্ত হতে পারে।
মকর রাশি: কোনও নতুন কাজ শুরু করতে চাইলে, এদিনটি ভাল হতে পারে। কোনও ব্যবসা শুরু করতে চাইলে তা করতে পারেন। লাভের সুযোগ থাকতে পারে। পছন্দের সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখতে পারেন। এদিন অবসর সময় পেলে বিশ্রাম নিতে পারেন।
কুম্ভ রাশি: সামাজিকতা করার জন্য খরচ বাড়তে পারে। জাতকদের কেউ কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে এদিন সুস্থবোধ করতে পারেন। জীবনসঙ্গীর তরফ থেকে ভাল কোনও খবর পেতে পারেন।
মীন রাশি: দিনটি ভাল যেতে পারে। কোনও কারণে খরচ বাড়তে পারে। পছন্দের সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। কোনও বিষয়ে নতু কোনও তথ্য পেতে পারেন, যার জন্য আপনি বেশ অবাকও হতে পারেন। সন্তানের কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন।