ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.১২.২০২৫) পর্ব ১: হাসিনা-বিরোধী ছাত্রনেতার খুনের জেরে জ্বলছে বাংলাদেশ, রেহাই পেল না রবীন্দ্রনাথের বই, ছেঁড়া হল লালন-নজরুলের ছবি
ABP Ananda LIVE : হাসিনা-বিরোধী ছাত্রনেতার খুনের জেরে জ্বলছে বাংলাদেশ। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে খুন, জ্বালিয়ে দেওয়া হল দেহ। মৌলবাদীদের তাণ্ডবে তছনছ সংস্কৃতি-কেন্দ্র। রেহাই পেল না রবীন্দ্রনাথের বই, ছেঁড়া হল লালন-নজরুলের ছবি। ঢাকায় সংবাদমাধ্যমের অফিসে তাণ্ডব, খুলনায় সাংবাদিককে গুলি করে খুন। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে পাথরবৃষ্টি, বন্ধ হল দুটি ভিসা-আবেদন কেন্দ্র। SIR-নিয়ে মতুয়া-ক্ষোভের আবহেই কাল রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী। "দুর্নীতি-চাকরিচুরির জবাব দেব," প্রস্তাবিত মসজিদের জমি থেকে তৃণমূলকে হুঙ্কার হুমায়ুনের।
বাংলাদেশে তছনছ 'ছায়ানট', রবীন্দ্রনাথের লেখা বই,নথি,বাদ্যযন্ত্র, শিল্পকর্মের নিদারুণ ক্ষতি
সংবাদপত্রের জ্বলন্ত অফিস থেকে উদ্ধার অন্তত ২৫ জন। ক্রেনের সাহায্যে কার্যালয়ের উপর থেকে কর্মীদের উদ্ধার। ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন শহরেও রাতভর তাণ্ডব। বাংলাদেশের বিভিন্ন শহরে আওয়ামি লিগের দফতরে ভাঙচুর, আগুন। হাসিনা-বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে উত্তেজনা।






























