Astro Tips: আজ দিনটি কেমন ? কোনও শুভকাজ করা যায় ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৮ ভাদ্র, ২৬ অগাস্ট -
সূর্যোদয়- সকাল ৫টা ১৯ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ৫৯ মিনিট
কালবেলাদি- ৬:৫৪ মধ্যে ও ১:১৪ গতে ২:৪৯ মধ্যে ও ৪:২৪ গতে ৫:৫৯ মধ্যে
কালরাত্রি- ৭:৫৪ মধ্যে ও ৩:৫৪ গতে ৫:২০ মধ্যে
যাত্রা- নেই, রাত্রি ৭:৫৪ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ, রাত্রি ৩:৪৯ গতে যাত্রা মধ্যম, রাত্রি ৩:৫৪ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- অতিরিক্ত বিবাহ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- দিনটি ভাল যাবে। আর্থিক সমস্যা দূর হবে। আগের চেয়ে আর্থিক পরিস্থিতি ভাল হবে। হাতে কিছু টাকা আসতে পারে। চাকরিজীবনে ভাল খবর আসতে পারে।
বৃষ- পুরনো কোনও আটকে থাকা কাজ মিটে যাবে। পদোন্নতির সুযোগ রয়েছে। সামাজিক ক্ষেত্রে সম্মান মিলতে পারে। কোনও বিবাদ নিয়ে সমস্যায় থাকলে এবার তা মিটে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
মিথুন- কর্মক্ষেত্রে যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন। পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য় দিনটি ভাল হবে। এদিন কোনও সুখবর পেতে পারেন।
কর্কট- এদিন যেকোনও কাজে সাফল্য পেতে পারেন। হাতে কিছু টাকা আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল যাবে। আপনার আচরণে বাড়ির লোকজন খুশি হবেন। ছোটখাট বিষয়ে ঝগড়া এড়িয়ে চলুন।
সিংহ- চোখের যত্নের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত খরচ মাথাব্য়থার কারণ হতে পারে। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। কোনও কাজের জন্য কঠোর পরিশ্রম করে থাকলে তাতে সাফল্য আসবে।
কন্যা- পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে। শিক্ষার্থীদের জন্য শুভ দিন। কোনও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিলে তাতে উন্নতি হবে। এদিন দাম্পত্য জীবন ভাল কাটবে।
তুলা- ঘনিষ্ঠ কারও সঙ্গে তর্ক হতে পারে, তা নিয়ে মনোকষ্টে থাকতে পারেন। অর্থ সংক্রান্ত সমস্যা থাকবে না। কোনও কারণে ক্লান্তি আপনাকে গ্রাস করতে পারে।
বৃশ্চিক- দিনটি স্বস্তির হবে। সবরকম ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। আটকে থাকা কাজগুলি শেষ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
ধনু- কর্মক্ষেত্রে এদিন যা কাজ করতে চাইবেন, তা সফল হবে। তবে কোনও কারণে চিন্তিত থাকতে পারেন। ঋণ দেওয়া টাকা ফেরত আসতে পারে। বিয়ের প্রস্তাব আসতে পারে।
মকর- দিনটি ভাল-মন্দয় মিশিয়ে কাটবে। সন্তান সংক্রান্ত কোনও বিষয়ে চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হতে পারেন এদিন। মাথা ঠান্ডা রেখে মোকাবিলা করুন। শেয়ার বাজার সংক্রান্ত বিনিয়োগে লাভের মুখে দেখার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ- এদিন নানা কারণে ব্যস্ততার মধ্যে কাটবে। কোনও কাজ স্থগিত হয়ে যেতে পারে। ব্য়বসায় এখনই কোনও পরিবর্তন করার চেষ্টা করবেন না। একাধিক উৎস থেকে আয়ের সুযোগ আসতে পারে।
মীন- কোনওরকম অংশীদারি ব্যবসায় নামার আগে ভাল করে খোঁজখবর করে নিন। কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা এদিন শেষ হতে পারে। এদিন আপনার বাড়িতে বন্ধু বা আত্মীয় আসতে পারে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)