Rahu Shani Astrology: রাশিচক্রে রাহু-শনির জোড়া যাত্রা, লেগে যাবে লটারি, অঢেল টাকা ঢুকবে ঘরে
Astrology Shani-Rahu: উত্তরাভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশ কোন কোন রাশির জাতকদের জন্য শুভ?
![Rahu Shani Astrology: রাশিচক্রে রাহু-শনির জোড়া যাত্রা, লেগে যাবে লটারি, অঢেল টাকা ঢুকবে ঘরে Astrology Horoscope Shani Rahu Transformation effect zodiac signs in Rashichakra Rahu Shani Astrology: রাশিচক্রে রাহু-শনির জোড়া যাত্রা, লেগে যাবে লটারি, অঢেল টাকা ঢুকবে ঘরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/08/a8db1946520014b77ed16d5bee29dca91723134592244223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শনির আধিপত্য যুক্ত উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এই নক্ষত্রের দেবতা বৃহস্পতি। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি ও শনির মধ্যে সম-সম্পর্ক বর্তমান। আবার শনি ও রাহুর মধ্যে মিত্রতার সম্পর্ক বর্তমান। তাই এই পরিবর্তন মেষ ও সিংহ-সহ একাধিক রাশির জাতকরা দুর্দান্ত পরিণাম প্রদান করবে।
উত্তরাভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশ কোন কোন রাশির জাতকদের জন্য শুভ?
মেষ রাশি- মেষ রাশির জাতকরা রাহুর নক্ষত্র পরিবর্তনের দ্বারা দুর্দান্ত লাভ অর্জন করবে। চাতুর্য ও কূটনীতির সাহায্যে শত্রুদের পরাজিত করতে পারবেন এই রাশির জাতকরা। এর ফলে অবশ্যৎ সাফল্য লাভ করবেন। আবার ব্যবসায়ে নতুন কিছু করার চিন্তাভাবনা করে থাকলে, তা কার্যকরী করার জন্য সময় অনুকূল এবং এর দ্বারা লাভান্বিত হবেন। ভাগ্যের জোরে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। রাহুর নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতকদের কেরিয়ারে লাভজনক পরিস্থিতি উৎপন্ন করবে।
মিথুন রাশি- মিথুন রাশির কর্মস্থানে উপস্থিত হবে রাহু। আপনার ম্যানেজমেন্ট স্কিল উন্নত হবে। আপনার মধ্যে নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে। অফিসে সকলে আপনার কথাকে গুরুত্ব দেবে। বহুদিন ধরে চাকরিতে বদলির অপেক্ষা করছিলেন যে মিথুন জাতকরা, তাঁদের লাভ হবে এবার। কর্মক্ষেত্রে আধিকারিকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
তুলা রাশি- তুলা রাশির যে জাতকরা ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা এই গোচরের প্রভাবে শুভ পরিণাম পাবেন। ব্যবসা সম্প্রসারণে পরিকল্পনা সফল হবে। ব্যবসায়ীরা ঋণ গ্রহণ করতে চাইলে, তা-ও এ সময়ে সহজে পেয়ে যেতে পারেন। আবার কোনও নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এই রাশির জাতকরা। এ সময়ে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। রাহুর প্রভাবে তুলা রাশির জাতকরা আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন।
সিংহ রাশি- রাহুর নক্ষত্র পরিবর্তনের প্রভাবে সিংহ রাশির জাতকরা কেরিয়ারে অপ্রত্যাশিত লাভ অর্জন করবেন। এ সময়ে চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধি হবে। অংশীদারীর কাজ শুরুর পরিকল্পনা করে থাকলে ভবিষ্যতে লাভবান হবেন এই রাশির জাতকরা। বাড়ির পরিবেশ শান্তি ও স্বস্তিতে ভরপুর থাকবে। জীবনে উন্নতির যোগ রয়েছে।
মকর রাশি- রাহুর উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে মকর জাতকদের ভাগ্যোন্নতি হবে। কেরিয়ারের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ করতে পারেন এই রাশির জাতকরা। ভবিষ্যতে আপনার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে। কোনও সম্পত্তি বা শেয়ার মার্কেটে লগ্নির জন্য সময় শুভ। এই লগ্নির দ্বারা অসাধারণ রিটার্ন পেতে পারেন। আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার ফলে প্রত্যক্ষভাবে লাভান্বিত হবেন। সাফল্য লাভের সংযোগ তৈরি হচ্ছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)