Career Horoscope: আগামী সপ্তাহে জোড়া রাজযোগ, লটারি লাগতে পারে ৫ রাশির, হাতে টাকার বৃষ্টি
এই জোড়া রাজযোগের প্রভাবে এই সপ্তাহে কর্কট ও কন্যা-সহ ৫ রাশির উন্নতি হতে চলেছে। অর্থ উপার্জনের সুযোগ ও কেরিয়ারে সুসংবাদ পাবেন।

কলকাতা: এই রাজযোগ কর্কট ও কন্যা-সহ ৫ রাশির জাতকদের দুর্দান্ত সাফল্য প্রদান করবে। অন্য দিকে চাঁদ এ সপ্তাহে মেষ ও মঙ্গল কর্কট রাশিতে গোচর করবে, যার ফলে রাশি পরিবর্তন যোগ তৈরি হবে। এ ছাড়াও বুধ মকর রাশিতে প্রবেশ করে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। এই জোড়া রাজযোগের প্রভাবে এই সপ্তাহে কর্কট ও কন্যা-সহ ৫ রাশির উন্নতি হতে চলেছে। অর্থ উপার্জনের সুযোগ ও কেরিয়ারে সুসংবাদ পাবেন।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা আর্থিক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ধন আগমনের শুভ সংযোগ তৈরি হচ্ছে। যাত্রার দ্বারা শুভ ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে বরিষ্ঠদের কারণে চিন্তিত থাকবেন। সপ্তাহের শেষে কোনও দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি থাকবে। তবে সাহস করে সিদ্ধান্ত নিলে জীবনে সুখী হবেন।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। এমন কোনও মহিলার সাহায্যে প্রকল্পে সাফল্য অর্জন করতে পারবেন, যার প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছে। আর্থিক বিষয়ে সুখ-সমৃদ্ধির শুভ সংযোগ রয়েছে। লগ্নির দ্বারা লাভান্বিত হবেন। কোথাও গেলে সেখানে অধিক পরিশ্রম করতে হবে, তখনই সুখ-সমৃদ্ধি অর্জন সম্ভব হব। সপ্তাহের শেষে নিজের চিন্তাভাবনায় অনড় থেকে সিদ্ধান্ত নিলে জীবনে উন্নতি সম্ভব।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়ে কম হলেও উন্নতির সুযোগ তৈরি হবে। যাত্রার দ্বারা শুভ ফলাফল পাবেন, এ সময় যাত্রায় ব্যস্ত থাকবেন। সংযমী হয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করলে ভালো পরিণাম পাবেন। আর্থিক জীবনে কষ্ট বাড়তে পারে। আইনি মামলায় অধিক ব্যয় হবে।
ধনু রাশি- আর্থিক দিক দিয়ে ধনু রাশির জাতকদের সপ্তাহটি ভালো কাটবে। ধন আগমনের শুভ সংযোগ তৈরি হবে। এ সপ্তাহে কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। চাকরিজীবী জাতকরা ব্যাকআপ প্ল্যান রাখলে কর্মক্ষেত্রে দিয়ে থাকা প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন। যাত্রার দ্বারা শুভ ফল পাবেন। সপ্তাহের শেষে পিতৃতুল্য ব্যক্তির আশীর্বাদে জীবনে সুখ-সমৃদ্ধি ফিরে পাবেন।
মীন রাশি- এই সপ্তাহে মীন রাশির জাতকরা যাত্রার দ্বারা সাফল্য লাভ করবেন। মাতৃতুল্য মহিলার সাহায্য়ে জীবনে সুখ বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে অংশীদারীর কাজে সমস্যা হতে পারে। আর্থিক জীবনে অবসাদ থাকবে। তবে সপ্তাহের শেষে ধীরগতিতে পরিস্থিতি উন্নত হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে




















