Daily Astrology 13 June: বৃষের প্রাপ্তিযোগ, কর্কটের আশা পূরণ; সপ্তাহের শুরুতেই ভাগ্যে চমক?
Daily Rashifal: আমাদের দিনটা কেমন কাটবে তার একটা আগাম ঝলক থাকলে, সবকিছু আঁচ করতে অনেকটা সহজ হয়
কলকাতা : প্রতিটা দিন চ্যালেঞ্জের। লেগেই থাকে উত্থান-পতন। কাজেই, সব সময় উদ্বেগ নিয়ে কাটাতে হয়। তা সে পেশায় হোক, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আর্থিক অবস্থা বা সম্পর্ক। এই পরিস্থিতিতে আমাদের দিনটা কেমন কাটবে তার একটা আগাম ঝলক থাকলে, সবকিছু আঁচ করতে অনেকটা সহজ হয়। চলার পথ হয় সহজতর। সেই লক্ষ্যেই দৈনিক রাশিফল। যা এখন থেকে জানতে পারবেন একদিন আগেই। দেখে নিন ১৩ জুনের রাশিফল।
মেষ- প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন।
বৃষ- লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন। প্রিয় জনের শরীর খারাপ থাকার জন্য মন খারাপ। কারও সমালোচনায় না যাওয়াই ভাল, অশান্তি হতে পারে।
মিথুন- বাড়তি কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। যাঁরা অভিনয় নিয়ে কাজ করেন তাঁদের জন্য ভাল সময়। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক চিন্তা বাড়তে পারে।
কর্কট- সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। সপ্তাহের মধ্য ভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে অশান্তি।
সিংহ- আর্থিক চাপের জন্য সংসারে অশান্তি। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। সন্তানের আবদার পূরণে খরচ বাড়বে।
কন্যা- চিকিৎসার খরচ বাড়তে চলেছে। নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে। পুলিশের কাজে উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে।
তুলা- প্রচুর উদ্দ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত ঘটবে। হঠাৎ করে কোনও আয় অবাক করতে পারে। শৌখিনতার জন্য অতিরিক্ত খরচ হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে।
বৃশ্চিক- ব্যবসায় খুব ভাল খবর পাবেন। তবে আর্থিক চাপ থাকতে পারে। বাড়তি কথা বিপদ বাড়াতে পারে। বাড়তি আয় করতে গিয়ে পুলিশি সমস্যা বাড়তে পারে। পেটের সমস্যা বাড়বে।
ধনু- কাজের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। সারা সপ্তাহ প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সঞ্চয় খুব একটা হবে না। প্রিয়জনের বাজে ব্যবহারের জন্য মানসিক কষ্ট। বাড়তি আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে।
মকর- প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা।
কুম্ভ- উপকারের বিনিময়ে অপমানিত হতে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ। বাইরের লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে।
মীন- ব্যবসা টালমাটাল হওয়ায় বুদ্ধিনাশের আশঙ্কা। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় চিন্তা বাড়বে। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়বে।