Daily Astrology: ছুটির দিনে কর্কটের জীবনে অশান্তি, মকরের প্রেমে বাড়বে বিপদ? পড়ুন, আজকের রাশিফল
Daily Horoscope: কেমন কাটবে আজকের দিন? আজকের রাশিফল জেনে নিন
কলকাতাঃ কেমন যাবে আপনার দিন আজ? দেখে নিন আপনার রাশিফল-
মেষ রাশি- সম্পত্তির ব্যপারে আইনি ব্যবস্থা। প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলচনায় সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে।
বৃষ রাশি- প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল ভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মনঃকষ্ট।
মিথুন রাশি- শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনও কথায় বাড়িতে বিবাদ। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনেতাদের জন্য ভাল সময়। ব্যবসায় ভাল কাজের সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে চিন্তা বাড়তে পারে।
কর্কট রাশি - আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান-প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশির সঙ্গে ঝামেলা
সিংহ রাশি- কাজে উন্নতি আসতে পারে। সন্তানের কোনও আবদার পূরণে খরচ বৃদ্ধি। রক্তচাপ বাড়তে পারে। নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে।
কন্যা রাশি- ব্যবসায় ফল ভাল হবে না। বাড়তি কথা বন্ধুমহলে বিবাদ ঘটাতে পারে। সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলছে। পুলিশের কাজে উন্নতি। চাকরির কোনও নতুন সুযোগ আসতে পারে।
তুলা রাশি- কোনও চিন্তার জন্য কাজের ক্ষতি হতে পারে। আর্থিক ব্যপারে অশান্তি বাড়তে পারে। বাড়তি কোনও খরচ নিয়ে চিন্তা। শরীরের কোনও ক্ষতের জন্য চিকিৎসার খরচ বৃদ্ধি। নিজের বাকপটুতায় প্রভুত্ব বিস্তার হতে পারে।
বৃশ্চিক রাশি- আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে আলোচনা। বাড়িতে কোনও দূরের অতিথি আসার যোগ। বাড়তি টাকা আয়। পেটের সমস্যায় পড়তে পারেন। নিজের অভিজ্ঞতায় ব্যবসায় উন্নতি। আটকে থাকা পাওনা আদায় হতে পারে।
ধনু রাশি- বাড়িতে অশান্তি বৃদ্ধি। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনঃকষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। অতিথির ব্যপারে খরচ বৃদ্ধি। জমি ক্রয়-বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা।
মকর রাশি- প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। শরীরের সমস্যার কারণে ভ্রুমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। কর্মক্ষেত্রে বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার সম্ভাবনা।
কুম্ভ রাশি- পূজা-পাঠের জন্য খরচ বৃদ্ধি । ব্যবসা খুব ভাল যাবে না। তাই আর্থিক ব্যপারে একটু চাপ বাড়তে পারে। কোনও ছোট কারণে অশান্তির জন্য মনঃকষ্ট। ভাই বা বোনের শরীর খারাপ হওয়ায় খরচ বাড়তে পারে।
মীন রাশি- কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি।সম্পত্তি নিয়ে সমস্যায় চিন্তা বৃদ্ধি। প্রতারণায় সংসারে অশান্তি। শরীরের দিকে নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন। খরচ নিয়ে চিন্তা বাড়বে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।